একান্তে ঠোঁটে ঠোঁট, বিবাহবার্ষিকীতে স্ত্রীয়ের সঙ্গে ব্যক্তিগত ছবি শেয়ার করলেন জিৎ

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে অবধারিত ভাবে আসবে জিতের নাম। মূলত মেইনস্ট্রিম নায়ক হলেও সম্প্রতি একটু ভিন্নধর্মী ছবিও করতে শুরু করেছেন তিনি। নিজেকে ভাঙা গড়ার কাজ চলছে। কম দিন হয়নি অভিনয় জগতে পা রেখেছেন তিনি। ইতিমধ্যেই প্রচুর জনপ্রিয় ছবি নিজের ঝুলিতে ভরে ফেলেছেন জিৎ।

download 74

তবে কেরিয়ারের দিকে যথেষ্ট সিরিয়াস হলেও ব্যক্তিগত জীবনেও একই রকম মনোযোগী জিৎ। ২০১১ সালে মোহনা রতলানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। স্ত্রী, কন্যা নিয়ে ভরা সংসার তাঁর। স্ত্রীয়ের সঙ্গে মাঝে মাঝেই ছবিও শেয়ার করেন তিনি। গতকাল অর্থাৎ ২৪ জানুয়ারি ছিল জিতের বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে স্ত্রী মোহনার সঙ্গে ছবিও শেয়ার করেছেন অভিনেতা। খোলা আকাশের নীচে সমুদ্রের নীল জলের সামনে দাঁড়িয়ে স্ত্রীকে গাঢ় আলিঙ্গন করে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করতে দেখা গিয়েছে তাঁকে।

https://www.instagram.com/p/B89WEKKhHaW/?utm_source=ig_embed

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেছেন জিৎ। ক্যাপশনে লিখেছেন, “Learnt… PDA kabhi kabhi zaruri hota hai… Happy anniversary my love.”  অর্থাৎ জনসমক্ষে ভালবাসা দেখানোও মাঝে মাঝে জরুরি। সেটা এখন বুঝেছেন জিৎ। সেই সঙ্গে স্ত্রী মোহনার জন্য ভালবাসাও প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই নতুন ছবি অনুরাগীদের উপহার দিয়েছেন জিৎ। অসুর ছবিতে তিনি ছাড়াও ছিলেন আবির চ্যাটার্জি ও নুসরত জাহান। সিনেপ্রেমীদের মনেও জিতের এই নতুন লুক ভালই দাগ কেটেছিল।

Niranjana Nag

সম্পর্কিত খবর