চটিচাটাদের ভিড়ে নয়, জিৎ আলাদাই একজন মানুষ, জাতীয় পতাকা নিয়ে ছবি দিতে বাহবা নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: মাঝে আর একদিন। তারপরেই শুরু হয়ে যাবে ভারতের স্বাধীনতার অমৃত মহোৎসব। ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে সেজে উঠছে দেশ। বেশ অনেকদিন ধরেই চলছে প্রস্তুতি। শেষ লগ্নে আরোই সাজো সাজো রব উঠেছে চতুর্দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশবাসীকে আর্জি জানিয়েছেন, প্রত‍্যেক বাড়িতে বাড়িতে এই ১৫ অগাস্টে জাতীয় পতাকা উত্তোলন করতে। তাঁর ডাকে সাড়া দিয়ে তেরঙা হাতে নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে ছবি শেয়ার করলেন টলিউড সুপারস্টার জিৎ (Jeet)।

স্বাধীনতা দিবসের আগে নিজের সোশ‍্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলির প্রোফাইল পিকচার বদলে ফেলেছে জিৎ। সাদা ধবধবে পাঞ্জাবি পরে হাসিমুখে দাঁড়িয়ে তিনি। হাতে ধরে ভারতের জাতীয় পতাকা। কয়েক ঘন্টার মধ‍্যে কয়েক লাখ লাইক পড়ে গিয়েছে ছবিটিতে।

Jeet
কমেন্ট বক্সে প্রশংসার বন‍্যা। কেউ লিখেছেন, ‘ভালবাসার পতাকা আর ভালবাসার মানুষ। দুজনেই সমান সুন্দর।’ কেউ আবার লিখেছেন, ‘আমার প্রিয় অভিনেতা। এই মানুষটাকে খুব শ্রদ্ধা করি’। কেউ রাজনৈতিক প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুঁড়েছেন, ‘অনেকে আবার চটি চাটছে দাদা। কিন্তু তুমি আলাদাই একটা মানুষ।’ আবার কারোর মন্তব‍্য, প্রথম কোনো টলিউড অভিনেতা তেরঙা হাতে ছবি শেয়ার করলেন। জিৎ বারবার নিজের কাজের মাধ‍্যমে সবার মন কেড়ে নেন।

উল্লেখ‍্য, কিছুদিন আগেও একটি বিষয়ে ট্রেন্ডিংয়ে উঠে এসেছিল জিতের নাম। রাজ‍্য সরকারের তথ‍্য ও সংষ্কৃতি মন্ত্রকের তরফে আয়োজন করা হয়েছিল বঙ্গ সম্মানের। কিন্তু পুরস্কারের মঞ্চে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। নেটমাধ‍্যমে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সোহম নুসরত যদি মহানায়ক মহানায়িকা সম্মান পেতে পারেন, তবে জিৎ কেন নয়?

JeetJeet 1Jeet 2
জিৎ তো নুসরতের থেকেও বেশিদিন ইন্ডাস্ট্রিতে রয়েছেন। টলিউডকে সমৃদ্ধও করেছেন। জিৎ রাজনীতির সঙ্গে যুক্ত নয় বলেই সম্মান পাননি বলেও অভিযোগ করেছিলেন ভক্তরা। কিন্তু রাজনীতির বিষয়ে কখনোই কোনো মন্তব‍্য করতে শোনা যায়নি জিৎকে। বরাবর নিজের ছবি, নিজের অভিনয়ের দিকে মনোনিবেশ করেছেন তিনি। ইন্ডাস্ট্রিতে থেকেও রাজনীতির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন জিৎ।

Niranjana Nag

সম্পর্কিত খবর