বাংলাহান্ট ডেস্ক: করোনার (corona) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। বলিউডে প্রায়দিনই অভিনেতা অভিনেত্রীদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। বাদ নেই টলিপাড়াও। ইতিমধ্যেই কয়েকজন টেলি তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তবে সুস্থ হয়ে সেটেও ফিরেছেন তাঁরা।
এবার করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন সুপারস্টার জিৎ (jeet)। নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি। করোনা রিপোর্ট পজিটিভ আসা মাত্র নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলেছেন তিনি। জিতের আক্রান্ত হওয়ার খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তাঁর লাখো অনুরাগীর।
নিজের ইনস্টা হ্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতে নিজেকে আইসোলেট করে রেখেছি আমি ও চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। যারা বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন তাদের অনুরোধ করছি পরীক্ষা করিয়ে নিতে ও নিজের খেয়াল রাখতে। সবার সঙ্গে শীঘ্রই দেখা হবে।’
https://www.instagram.com/p/CN4KU2ph0O-/?igshid=w63lw8iapce5
এর আগে গুড ফ্রাইডের দিন একটি শপিং মলের উদ্বোধনে মুর্শিদাবাদে এসেছিলেন জিৎ। মোহন মলের উদ্বধনের পর ভক্তদের মুখোমুখি হন তিনি। অভিনেতাকে দেখতে কার্যত জনজোয়ার এসেছিল। অগুনতি মানুষ ভিড় করেছিল শুধু মাত্র জিৎকে এখ ঝলক দেখার জন্য। শুধু মঞ্চের সামনে না, বাড়ির বারান্দাও ভরে গিয়েছিল মানুষের ভিড়ে।
সবারই শুধু একটাই চাওয়া, জিৎকে একবারের জন্য সামনে থেকে দেখা ও তাঁর গলার আওয়াজ শোনা। এদিন নীল প্যান্ট সুটে দেখা গেল অভিনেতাকে। মঞ্চে উঠে উপস্থিত মানুষদের উদ্দেশে হাত নাড়েন জিৎ। তাঁর গলায়, ‘সবাই কেমন আছেন?’ শুনেই হাততালি রোল পড়ে যায়। সেই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেন জিৎ।