বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। বড়পর্দায় পা রেখেছিলেন সত্যজিৎ রায়ের ছায়া হয়ে। প্রথম ছবিতেই কিস্তিমাত। এখন শুধু সাফল্যের সিঁড়ি বেয়ে চড়ার পালা জিতু কামালের (Jeetu Kamal)। ‘অপরাজিত’র প্রভূত সাফল্যের পর ‘তিতুমীর’ ছবির কাজ শুরু করেছিলেন তিনি। এবার ফের এক নতুন প্রোজেক্ট। এটাও চমকপ্রদ।
সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ অবলম্বনে ফের ছবি তৈরি হতে চলেছে টলিউডে। এর আগে একই নামে ছবি তৈরি করেছিলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। আর নতুন ছবির পরিচালনায় অরুণ রায়। দুটি ছবির মধ্যে সত্যজিৎ কানেকশন জিতু।
পরপর দারুন সব প্রোজেক্টে কাজ করছেন জিতু। অপরাজিতর সাফল্যের পর ইন্ডাস্ট্রিতে দর বেড়েছে তাঁর। পরিচালক, প্রযোজকরা দুর্দান্ত সব ছবির প্রস্তাব নিয়ে আসছেন তাঁর কাছে। সংবাদ মাধ্যমকে আপ্লুত জিতু বলেন, তিনি ভাবছিলেন এস আর এ, এই দুটো শব্দ যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে একে অপরের সঙ্গে। আবারো এমন একটি ছবির সঙ্গে যুক্ত হতে পেরে খুশি জিতু।
১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’। এত বছর পর আবারো একই উপন্যাসের উপরে তৈরি হচ্ছে ছবি। কিন্তু পরিচালক অরুণ রায় একে রিমেক বলতে রাজি নন। তাঁর বক্তব্য, ২০২২ সালের নিরিখে অরণ্যের দিনরাত্রির গল্প বলবেন তিনি।
ছবিতে জিতু ছাড়াও রয়েছেন সোহিনী সরকার, অর্ণ মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, অনুষ্কা চক্রবর্তীরা। কয়েক মাস পরেই ছবির শুটিং শুরু হবে। সম্ভবত আগামী বছর দূর্গাপুজোর সময়ে মুক্তি পেতে পারে ছবিটি।
জিতুর হাতে ‘তিতুমীর’ও রয়েছে। চরিত্রটি সঠিক ভাবে ফুটিয়ে তুলতে হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন তিনি। তিতুমীরকে আরো গভীর ভাবে জানার, চেনার চেষ্টা করে চলেছেন তিনি। জিতু বলেন, যত জানছেন ততই জানার আগ্রহ বেড়ে যাচ্ছে।
বেশ বড় মাপে তৈরি হচ্ছে ছবিটি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির যেমন ছবি দেখে অভ্যস্ত দর্শকেরা, তেমনি বড় মাপে তৈরি হওয়ার কথা রয়েছে এই ছবিটি। ভিএফএক্স এরও কাজ থাকবে ছবিতে। পাশাপাশি বলিউড থেকে ফাইট মাস্টারও আনা হবে বলে খবর। অ্যাকশন দৃশ্যের জন্য প্রশিক্ষণ দেবেন তিনি।