বাংলাহান্ট ডেস্ক : একসময় টেলিভিশনের সবথেকে চর্চিত জুটিদের মধ্যে নাম ছিল জিতু কামাল (Jeetu Kamal) এবং নবনীতা দাসের নাম। একসঙ্গে কাজ করতে গিয়ে পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের। বিয়েও করেন দুজন। তাঁদের জুটির জনপ্রিয়তাও ছিল দেখার মতো। বরাবর দুজনকে একে অপরের পাশে দেখা গিয়েছে। কিন্তু হঠাৎ করেই এক সময় হয় ছন্দপতন। আচমকা আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেন জিতু (Jeetu Kamal) নবনীতা।
বিয়ে ভাঙে জিতু (Jeetu Kamal) নবনীতার
তাঁদের বিচ্ছেদের খবর ঝড় তুলেছিল অনুরাগী মহলে। উঠে এসেছিল তৃতীয় ব্যক্তির নাম। শোনা গিয়েছিল, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জিতুর (Jeetu Kamal) ঘনিষ্ঠতার কারণেই নাকি প্রভাব পড়েছিল তাঁদের দাম্পত্যে। কিন্তু নবনীতা নিজে অস্বীকার করেছিলেন এই গুঞ্জন। জানিয়েছিলেন, শ্রাবন্তীর এতে কোনো ভূমিকা নেই।
কামব্যাকের আগে ইচ্ছে পূরণ: ২০২৩ এর শেষের দিকেই আলাদা হয়ে গিয়েছেন জিতু (Jeetu Kamal) নবনীতা। নিজ নিজ জীবনে এগিয়ে গিয়েছেন দুজনে। নতুন করে ছোটপর্দায় কামব্যাক করছেন জিতু। তার আগেই ‘ইচ্ছে’ পূরণ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন জিতু (Jeetu Kamal)। সেখানে দেখা যাচ্ছে, ফোনে আসা সব নোটিফিকেশনের শব্দের সঙ্গে তাল মিলিয়ে নানান মুখভঙ্গি করছেন তিনি। এই ভিডিওটাই শেয়ার করে জিতু (Jeetu Kamal) লিখেছেন, ‘বেশ করেছি… ইচ্ছে’। তাঁর এই মজার ভিডিও দেখে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় নেটিজেনদের।
আরো পড়ুন : মা-মেয়ের ডবল রোলে অঙ্কিতা, দুর্গার নায়ক হয়ে ‘জগদ্ধাত্রী’তে এন্ট্রি নতুন হিরোর!
নেটিজেনরা মিস করেন জিতু নবনীতাকে: জিতু (Jeetu Kamal) অবশ্য আগেও এমন মজার মজার ভিডিও শেয়ার করতেন। নবনীতার সঙ্গে মিলে মজার রিল বানাতেন দুজনে। এক একটি ভিডিও তাঁরা শেয়ার করতেই ভাইরাল হয়ে যেত। এখনো অনুরাগীরা মিস করেন এই জুটিকে।
আরো পড়ুন : মাত্র ২ সপ্তাহে দেখল ৮ লক্ষ দর্শক, ১৫ দিনে ১২ কোটি তুলে বাংলা ছবিতে নয়া ইতিহাস ‘খাদান’এর
প্রসঙ্গত, দীর্ঘদিন পর ‘তোমাকে ভালোবেসে’ সিরিয়ালের হাত ধরে টেলিভিশনে ফিরছেন জিতু। এতদিন তাঁকে মূলত বড়পর্দাতেই দেখা গিয়েছে। বেশ কয়েক বছর পর সিরিয়ালে ফিরছেন তিনি। জিতুর বিপরীতে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে।
View this post on Instagram