বুদ্ধ বন্দনা ছেড়ে মমতার প্রশংসা, হঠাৎ হল কী জিতুর!

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে সরব অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu) এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি পুরনো ছবি শেয়ার করেছেন তিনি। বিদ্রুপের পরোয়া না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে দেখা গিয়েছে জিতুকে (Jeetu Kamal)।

মমতাকে কুর্নিশ জিতু কামালের (Jeetu Kamal)

রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বরাবর স্পষ্ট মন্তব্য করতে দেখা যায় জিতুকে (Jeetu Kamal)। ইন্ডাস্ট্রিতে যথেষ্ট স্পষ্টবাদী বলেই পরিচিত তিনি। ট্রোল, কটাক্ষকে পাত্তা না দিয়েই নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে সোজাসাপটা মন্তব্য করতে দেখা যায় তাঁকে। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন জিতু (Jeetu Kamal)। সেখানে দেখা গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই।

আরো পড়ুন : একেবারে কথার ফুলঝুরি, নীল চোখের ডল পুতুল রাহার ভিডিও দেখে গলে জল নেটিজেনরা

কী লিখলেন অভিনেতা

পুরনো এই ছবিটি শেয়ার করে জিতু (Jeetu Kamal) লিখেছেন, ‘ আমার মনে হয় জ্যোতি বসুর পর যদি পরিপক্ক রাজনীতিবিদ কেউ হয়ে থাকেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমাকে গালি দিন, বিদ্রুপ করুন। কিন্তু সত্যিটাকে সত্যি বলে মানতেই হবে।’ সঙ্গে তিনি এও লিখেছেন, ‘১৬/৯/২০২৪ প্রসঙ্গে’। তবে জিতুর (Jeetu Kamal) এই মতের সঙ্গে অনেকেই সহমত হননি। কটাক্ষও ধেয়ে এসেছে তাঁর দিকে। অনেক কমেন্টের উত্তরও দিয়েছেন জিতু (Jeetu Kamal)। তাঁর কথায়, রাজনৈতিক বুদ্ধির দিক থেকে দুজনের তুলনা করেছেন তিনি।

আরো পড়ুন : সিনেমার ফ্লপ নায়ক, বড়পর্দায় ধাক্কা খেয়ে ফের সিরিয়ালেই ভাগ্য পরীক্ষা আদৃতের!

বরাবরই স্পষ্টবাদী অভিনেতা

বরাবরই নিজের রাজনৈতিক মতাদর্শ সুস্পষ্ট ভাবেই সকলের সামনে রেখেছেন জিতু (Jeetu Kamal)। অতীতে একাধিক বার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করতে দেখা গিয়েছে জিতুকে (Jeetu Kamal)। তবে এদিন তাঁর হঠাৎ এমন পোস্টে চমকেছেন অনেকেই। তবে নিজের পোস্টেই জিতু উল্লেখ করেছেন, কোনো বিদ্রুপকেই তিনি পাত্তা দেবেন না।

Jeetu Kamal

১৬ ই সেপ্টেম্বর, সোমবার দিনটি নিংসন্দেহে রাজ্য রাজনীতিতে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে রয়ে যাবে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলনের পর শেষমেষ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের। তাঁদের পাঁচ দফা দাবির মধ্যে অধিকাংশই মেনে নেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপসারণ করা হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। মুখ্যমন্ত্রীর এদিনের সিদ্ধান্তকেই রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় বলে মন্তব্য করে কুর্নিশ করেছেন জিতু।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর