বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগেই কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের (Satyajit Ray) আধার হয়ে মুগ্ধ করেছিলেন জিতু কামাল (Jeetu Kamal)। ‘অপরাজিত’ ছবিতে সত্যজিতের অনুকরণে তৈরি অপরাজিত রায় চরিত্রটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। এবার ফের নতুন চ্যালেঞ্জ জিতুর সম্মুখে। ‘তিতুমীর’ সাজার পালা তাঁর।
হ্যাঁ, পাঠ্যপুস্তকে পড়া শহিদ তিতুমীর ফের জীবন্ত হয়ে উঠতে চলেছেন বড়পর্দায়। পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় সেলুলয়েডের পর্দায় আনতে চলেছেন এই ঐতিহাসিক চরিত্রকে। আর তিতুমীরের চরিত্রে তাঁর পছন্দ জিতুকেই। নতুন চরিত্রে সুযোগ পেতেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
অপরাজিত রায় হয়ে ওঠার জন্য কী পরিমাণ পরিশ্রম করেছিলেন জিতু, এতদিনে তা অনেকেরই জানা। রক্তারক্তি কাণ্ড ঘটাতেও ছাড়েননি। খাটনির ফলও পেয়েছেন দর্শকদের কাছ থেকে। তিতুমীর হওয়ার নেপথ্যেও কম পরিশ্রম যাচ্ছে না জিতুর। আগের মতোই এই চরিত্রটিও একই রকম চ্যালেঞ্জিং।
সংবাদ মাধ্যমকে জিতু জানিয়েছেন, ইতিমধ্যেই হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন তিনি। তিতুমীরকে আরো গভীর ভাবে জানার, চেনার চেষ্টা করে চলেছেন তিনি। জিতু বলেন, যত জানছেন ততই জানার আগ্রহ বেড়ে যাচ্ছে।
বেশ বড় মাপে তৈরি হচ্ছে ছবিটি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির যেমন ছবি দেখে অভ্যস্ত দর্শকেরা, তেমনি বড় মাপে তৈরি হওয়ার কথা রয়েছে এই ছবিটি। ভিএফএক্স এরও কাজ থাকবে ছবিতে। পাশাপাশি বলিউড থেকে ফাইট মাস্টারও আনা হবে বলে খবর। অ্যাকশন দৃশ্যের জন্য প্রশিক্ষণ দেবেন তিনি। জিতুর জন্য আরো কিছু চ্যালেঞ্জ থাকছে। ঘোড় সওয়ারি, লাঠি চালনার প্রশিক্ষণ নিতে হবে তাঁকে।
জানা যাচ্ছে, বোলপুর এবং ওড়িশার বালেশ্বরের কিছু জায়গায় শুটিং হবে ছবিটির। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। জিতু অনুরাগীরাও অপেক্ষায় রয়েছেন অভিনেতাকে ফের একটি নতুন চরিত্রে দেখার জন্য। ছোটপর্দা থেকে বড়পর্দায় আসার পর যে সুযোগ, সম্মান তিনি পাচ্ছেন তা দেখে খুশি অনুরাগীরাও।