বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দার অন্যতম জনপ্রিয় তারকা হলেন জিতু কামাল (jeetu kamal) ও নবনীতা দাস (nabanita das)। এরা দুজন সিনে ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটিও বটে। প্রেমপর্ব মিটিয়ে দু বছর আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুজনে।
চলতি মাসের শুরুতেই দু বছরের বিবাহ বার্ষিকী পালন করেছেন জিতু নবনীতা। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে তেমন জাঁকজমক কিছু করতে না পারলেও বিশেষ দিনটাকে জমিয়ে উপভোগ করেছেন দুজন। এদিন বিয়ের একটি আদুরে ছবি শেয়ার করেছিলেন জিতু। সিঁদুরদানের পর লজ্জাবস্ত্রে মাথা ঢেকে মিষ্টি লাগছিল নবনীতাকে।
বাস্তবেই দুজনের প্রেম সীমাহীন। এবার স্ত্রীর জন্য নিজের জীবনও বাজি রেখে দিলেন অভিনেতা। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন জিতু। সেখানে নবনীতা জিতুকে পরপর প্রশ্ন জিজ্ঞাসা করে চলেছেন। কথা দাও মদ্যপান করবে না, জিতুর উত্তর, ‘করব না’। অন্য মহিলার প্রতি দেখবে না, জুয়া খেলবে না, তাতেও রাজি অভিনেতা। এবার নবনীতার দাবি, ‘আমার জন্য জীবনও দিয়ে দেবে’। তাতে জিতু উত্তর দিলেন, ‘দিয়ে দেব, এমন জীবন আর রেখেই বা কি করব’।
জিতু নবনীতার মজার এই ভিডিও দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা। এমন মজার ভিডিও প্রায়শই বানাতে থাকেন তাঁরা। কিছুদিন আগে আরো একটি ভিডিও শেয়ার করেছিলেন জিতু। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিছানায় শুয়ে আপন মনে গান গাইছেন জিতু। পাশ থেকে হঠাৎ করেই গানের একটি লাইন নবনীতা গেয়ে উঠতেই মেজাজ হারান জিতু।
https://www.instagram.com/p/CKN3bI_A06j/?utm_medium=copy_link
রেগেমেগে স্ত্রীকে সপাটে চড়ই কষিয়ে দেন তিনি। চিৎকার করে বলেন, মাঝখানে কথা বললে কেন? জিতুর হঠাৎ এমন কাণ্ড দেখে কাঁচুমাচু মুখে চাদর চাপা দিয়ে দিয়েছেন নবনীতা। তাতে অবশ্য ভ্রূক্ষেপই নেই জিতুর। তিনি ফের গান ধরেছেন নিজের মনে। দুজনের এই খুনসুটি বেশ পছন্দ করেন নেটিজেনরা।
প্রসঙ্গত, একই সিরিয়ালে অভিনয়ের সূত্রেই প্রেমের শুরু জিতু নবনীতার। দু বছর আগে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। এই মুহূর্তে ‘হয়তো তোমারি জন্য’ ধারাবাহিকে মূল চরিত্রে রয়েছেন জিতু কমল। তাঁর বিপরীতে রয়েছেন সম্পূর্ণা মণ্ডল। অপরদিকে মহাপীঠ তারাপীঠ সিরিয়ালে মা তারার ভূমিকায় অভিনয় করছেন নবনীতা।