উঠেছিল সংসার ভাঙার অভিযোগ, শ্রাবন্তীকে পাশে নিয়ে জিতুর ঘোষণা, ‘কোনো গুঞ্জনই আর…’

বাংলাহান্ট ডেস্ক : বিনোদন জগতে অভিনেতা অভিনেত্রীদের নাম জড়িয়ে কম রটনা শোনা যায় না। অনেক সময় সত্যি হয় সেসব গুঞ্জন, আবার অনেক সময় দেখা যায় তা বাস্তবেই রটনা মাত্র। আর এক্ষেত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) নাম না নিলেই নয়। অভিনেত্রীর জীবনে কম বিতর্কে নাম জড়ায়নি। বছর খানেক আগেই সহ অভিনেতা জিতু কামালের সঙ্গে তাঁর সম্পর্কে জড়ানোর গুঞ্জন রটেছিল। এমনকি এও অভিযোগ উঠেছিল, শ্রাবন্তীর (Srabanti Chatterjee) জন্যই নাকি নবনীতা দাসের সঙ্গে ভেঙেছে জিতুর সংসার।

ফের একসঙ্গে জিতু শ্রাবন্তী (Srabanti Chatterjee)

সেই ঘটনার পর থেকে অনেক দূর জল গড়িয়েছে। বিতর্ক এখন স্তিমিত। নবনীতা নিজেই জানিয়েছিলেন, তাঁদের মাঝে শ্রাবন্তী (Srabanti Chatterjee) কখনোই আসেননি। জিতু অবশ্য এ বিষয়ে কখনোই সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে বছর ঘুরতেই শ্রাবন্তীর সঙ্গে ছবি শেয়ার করে কটাক্ষ করতে ছাড়লেন না অভিনেতা। সম্প্রতি এসকে মুভিজ এর একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা মেলে জিতু শ্রাবন্তীর (Srabanti Chatterjee)। সেই অনুষ্ঠান থেকেই সহ অভিনেত্রীর সঙ্গে তিন তিনটি ছবি শেয়ার করেছেন তিনি।

Jeetu shared photos with srabanti chatterjee

ক্যাপশনে কী লিখলেন অভিনেতা: তিনটি ছবিতেই হাসিমুখে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন জিতু শ্রাবন্তী (Srabanti Chatterjee)। এদিন লাল কালো শার্ট, লাল ট্রাউজার এবং একই রঙের ব্লেজার পরেছিলেন জিতু। পাশে অভিনেত্রীকে দেখা গেল হালকা গোলাপি রঙের গাউনে। ক্যাপশনে নিন্দুকদের একহাত নিয়ে জিতু লিখেছেন, ‘গুঞ্জন আমাকে প্রভাবিত করে না, শ্রাবন্তী খুব সুন্দর মনের মানুষ’।

আরো পড়ুন : লিপস্টিক-নেলপলিশ থেকে সিগনেচার ক্যাটআই চশমাতেও থাকত ছোঁয়া, নির্মলা মিশ্রের প্রিয় রঙ কী ছিল জানেন?

শ্রাবন্তীর বিরুদ্ধে ওঠে অভিযোগ: জিতু শ্রাবন্তীর (Srabanti Chatterjee) সম্পর্কের গুঞ্জন যখন ছড়ায়, তখন তাঁরা দুজনে শুটিং করছিলেন ‘বাবুসোনা’ নামের একটি ছবির। একসঙ্গে লন্ডনেও গিয়েছিলেন তাঁরা শুটিং করতে। এদিকে সেই সময়ই জিতু নবনীতার বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতে সব দোষ গিয়ে পড়ে শ্রাবন্তীর (Srabanti Chatterjee) উপরে। নেটিজেনদের অনেকেই সে সময় অভিনেত্রীকে দোষী ঠাউরেছিলেন। যদিও নবনীতা স্পষ্টই করে দিয়েছিলেন, তাঁদের বিচ্ছেদের নেপথ্যে কোনো তৃতীয় ব্যক্তি নেই।

আরো পড়ুন : তাঁর গান শুনেছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী! কোন ছবি দিয়ে সঙ্গীত কেরিয়ার শুরু হয় মান্না দে-র?

প্রসঙ্গত, আগামীতে আরো একটি ছবিতে একসঙ্গে দেখা যাবে জিতু নবনীতাকে। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবিটির নাম ‘আমি আমার মতো’। ইতিমধ্যেই নাকি লন্ডনে গিয়ে ছবির শুটিং সেরে এসেছেন তাঁরা। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত।

 

 

View this post on Instagram

 

A post shared by The jeetuJ.K (@jeetu_kamal)

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর