বিশ্বের সবথেকে ধনি ব্যাক্তি আর অ্যামাজনের ফাউন্ডার-সিইও জেফ বেজোস (Jeff Bezos) আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ১৬.৫ কোটি ডলার (প্রায় ১২ শ কোটি টাকা) এর বিলাসবহুল ঘর কিনেছেন। CNBC অনুযায়ী, বেজোস এর বান্ধবী লউরেন স্যাঞ্চেজ বহুদিন ধরে নতুন ঘোর খুঁজছিলেন। উনি জানুয়ারির শেষ সপ্তাহে ঘর পছন্দ করেন।
মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, লস অ্যাঞ্জেলেসের সবথেকে দামি চুক্তি এটা। এর আগে ২০১৯ সালে লাশন মডৌক বেল এয়ার ইস্টেট কেনার জন্য ১৫ কোটি ডলার খরচ করেছিলেন।
আপনাদের জানিয়ে রাখি, আমেরিকার বড় ই-কমার্স কোম্পানি অ্যামাজনের সিইও এর সম্পত্তি ১৩ ফেব্রুয়ারি ২০২০ তে ১৩১.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। উনি বর্তমান সময় বিশ্বের সবথেকে ধনি ব্যাক্তি।
উনি নতুন যেই সম্পত্তি কিনেছেন সেটি নয় একর জমিতে বিস্তৃত। ফোর্বস ম্যাগাজিনের একটি রিপোর্টে বলা হয়েছে যে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী, এটি লস অ্যাঞ্জেলেস এর পপার্টির মধ্যে একটি নতুন রেকর্ড।
আপনাদের জানিয়ে দিই, এই বিলাসবহুল সম্পতির নাম ওয়ার্নার এস্টেট। এটি ওয়ার্নার বাদার্সের প্রাক্তন সভাপতি ১৯৩০ সালে বানিয়েছিলেন।