সমুদ্রে জারি সতর্কতা!উঠে আসছে জেলিফিশ

 

বাংলা হান্ট ডেস্ক : এ যেন এক অদ্ভুত দর্শন!জল ছেড়ে সমুদ্রের পারে ভেসে উঠছে লাখ লাখ জেলিফিশ।শান্ত সমুদ্রের বালির উপর লাখ লাখ জেলিফিশ। প্রতিটা ঢেউয়ের সঙ্গেই ভেসে আসছে আরও জেলিফিশ। বিচে ঘুরতে গিয়ে অসতর্কতার বশে জেলিফিশের আকর্ষে আহতও হচ্ছেন অনেকে।

 

অদ্ভুত এই ঘটনা ইজরায়েলের একাধিক সমুদ্র পার জুড়ে। গত কয়েক সপ্তাহ ধরেই এমন দৃশ্য দেখছেন স্থানীয় ও পর্যটকরা। সমুদ্রে স্নানে গিয়ে জেলিফিশের আকর্ষে আহতও হয়েছেন অনেকে। সমুদ্রের পারে যাওয়া পর্যটকদের সতর্ক করছে প্রশাসন।

IMG 20190706 WA0029 1

কারণ আপাতদৃষ্টিতে নরম শরীরের জেলিফিশকে খুব নিরীহ মনে হতে পারে। তবে, জেলিফিশের তলার অংশে বেশ কিছু আকর্ষ থাকে। নিজেদের আত্মরক্ষার্থে এই আকর্ষ ব্যবহার করে জেলিফিশ।জেলিফিশের আকর্ষের বিষ থেকে মারাত্বক যন্ত্রণা হয়।মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

সম্পর্কিত খবর