বাংলা হান্ট নিউজ ডেস্ক: দুরন্ত গোল, ম্যাচে এগিয়ে যাওয়া, পিছিয়ে পড়ে প্রত্যাবর্তন, নাটকীয়তার কোন মশলারই অভাব ছিল না আজকের ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড (East Bengal vs Northeast United) ম্যাচে। হাড্ডাহাড্ডি ম্যাচের শেষদিকে যখন মনে হচ্ছিলো যে মরশুমে প্রথমবারের মতো টানা দুটি ম্যাচ জিতবে ইস্টবেঙ্গল তখনই শেষ ধাক্কাটা দিলেন নর্থইস্ট ইউনাইটেডের ইমরান খান। মরশুমে প্রথমবারের মতো কোনো ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল এবং এক পয়েন্ট নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হলো।
এই নিয়ে চলতি মরশুমে এগিয়ে থাকা অবস্থা থেকে মোট ১১ পয়েন্ট খোয়ানোর রেকর্ড গড়লো ইস্টবেঙ্গল। তার মধ্যে অর্ধেক পয়েন্টটা যদি ইস্টবেঙ্গল বাঁচাতে পারতো তাহলে আজকে তারা টপ সিক্সে থাকার লড়াইয়ে থাকতো। এই মুহূর্তে ১৭ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৬। ৫ টি ম্যাচ জিতলেও তাদের হারতে হয়েছে ১১ টি ম্যাচে।
আজ ম্যাচের শুরু থেকে ডিফেন্স কে আক্রমণ করে চাপে রাখার চেষ্টা করছিলেন নর্থইস্ট আক্রমণ। কিন্তু ১০ মিনিট নাগাদ খেলার গতির বিরুদ্ধে জেরির ক্রসে হেড করে নিজের দলকে লিড এনে দেন সেই ক্লিয়েটন সিলভা। কিন্তু এর ২০ মিনিট পরে পার্থিব গগোইয়ের দুরন্ত ভলি থেকে নর্থইস্ট সমতায় ফেরে। তার দুই মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গলের তরফ থেকে করা একটি হ্যান্ডবলের কারণে চাওয়া পেনাল্টির আবেদন নাকচ হয় এবং সেই মুখ থেকে তৈরি আক্রমণ এই গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন জিতিন।
এরপর প্রথমার্ধের একদম শেষ মিনিটে বক্সের ভেতর অসাধারণ ব্যাকভলি মেরে দলকে সমতায় ফেরান ওয়েস্ট বেঙ্গলের নতুন ইংরেজ স্ট্রাইকার জ্যাক জার্ভিস। তার এই গোলটি চলতি মরশুমের সেরা গোল হওয়ার দৌড়েও থাকবে। এরপর দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল প্রতি আক্রমণে নর্থইস্টকে বিপাকে ফেলার চেষ্টা করতে থাকে। এরই মাঝে পেনাল্টি আদায় করে সেখান থেকে গোল করে ইস্টবেঙ্গলকে ফের এগিয়ে দেন ক্লিয়েটন।
চলতি মরশুমে ১৭ ম্যাচে ১২ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু ক্লিয়েটনের এই এনে দেওয়া লিড ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল ডিফেন্স। ৮৫ মিনিটে গোল করে স্কোরলাইন ৩-৩ করে দেন ইমরান। এরপর ম্যাচের শেষ ভাগে ইস্টবেঙ্গলকে চেপে ধরেছিল নর্থইস্ট আক্রমণ কিন্তু তারা গোল করতে পারেনি ফলে মরশুমে তাদের দ্বিতীয় জয়টি আসেনি। সুযোগ পেয়েছিলেন ইস্টবেঙ্গলের হয়ে আই লিগ খেলা লালডানমাওয়াইয়া এবং গত মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল খেলা হীরা মন্ডল। কিন্তু তারা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।