বাংলা হান্ট ডেস্কঃ ছ-বছর আগে মাইকেল ক্লার্কের হাত ধরে পঞ্চম বারের জন্য বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। আর সেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সদস্য ছিলেন স্পিনার জেভিয়ার ডোহার্তি। তবে বিশ্বকাপ জেতার পরই তিনি ক্রিকেটকে বিদায় জানিয়ে ছিলেন। আর এখন তিনি ছুতোর মিস্ত্রির কাজ করছেন।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কি করবেন সেটাই ভেবে পাচ্ছিলেন না জেভিয়ার ডোহার্তি। আর তারপরই অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সংস্থার সাহায্য নিয়ে তিনি এই পেশায় যুক্ত হন। তবে এটা কোনো ভাবেই অভাবের কারণে নয়, ভালোবেসে এই পেশার সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন জেভিয়ার ডোহার্তি।
জেভিয়ার ডোহার্তি জানিয়েছেন, “ক্রিকেট ছাড়ার পর কি করবো সেটা ভেবে পাচ্ছিলাম না। সেই চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল। তারপর অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংস্থার কাছে সাহায্য নিয়ে আমি এই পেশার সঙ্গে যুক্ত হই। আমি এখনও এই কাজ শিখেই চলেছি। এখন অনেকটা সময় এই কাজের সঙ্গে যুক্ত থাকি। আমার খুবই ভালো লাগে। এটা ক্রিকেটের থেকে সম্পূর্ণ আলাদা একটি জিনিস। ব্যাপারটা দারুন উপভোগ করছি।”