পাশেই ছিল পুলিশ ভ্যান, খবর পেয়েও যায়নি! কংগ্রেস কাউন্সিলর খুনে CBI-র হাতে চাঞ্চল্যকর তথ্য

বাংলাহান্ট ডেস্ক : ঝালদা কাউন্সিলর হত্যা মামলায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সিবিআইএর তদন্তে মেলা সেই তথ্যে কার্যতই নতুন দিকে মোড় নিল ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনা। ক্লোজ হওয়া পাঁচ পুলিশকর্মীর কাছ থেকে পাওয়া সেই তথ্যে কার্যতই শোরগোল রাজ্য জুড়ে।

জানা যাচ্ছে, ঝালদায় প্রকাশ্যে রাস্তার উপরেই খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। ঠিক সেই সময় ঘটনাস্থলের অদূরেই ছিল একটি পুলিশ ভ্যান। খবরও গিয়েছিল সেই ভ্যানে থাকা পুলিশ কর্মীদের কাছে। কিন্তু এহেন মারাত্মক খবর পাওয়া সত্ত্বেও তাঁদের কেউই তৎক্ষনাৎ ছুটে যাননি ঘটনাস্থলে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝালদায় কাউন্সিলর হত্যা মামলার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতেই। এর আগেই ক্লোজ করা হয়েছে ওই পাঁচ পুলিশকর্মীকে। তাঁদের জেরা করেই সিবিআইয়ের হাতে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। গুলিবিদ্ধ হয়ে খোদ কাউন্সিলরের খুনের খবর পেয়েও কেন ভাবলেশহীন রইল পুলিশ,এর পিছনে কি বিশেষ কোনও কারণ বা নির্দেশ ছিল, দফায় দফায় তাঁদের জেরা করে এখন এই উত্তরই খুঁজতে চাইছে সিবিআই।

অন্যদিকে, সিবিআইয়ের কাছে একাধিকবার পুলিশের অসহযোগিতা এবং অসৎ আচরণের অভিযোগ এনেছেন মৃত কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী। এরই মধ্যে দিন দুই আগে হঠাৎ রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে ওই খুনের মূল সাক্ষী তথা প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের। ফলে কার্যতই আরও পাকিয়ে উঠেছে রহস্যের জট৷ এই জটিল পরিস্থিতির মধ্যেই পুলিশি নিষ্ক্রিয়তার প্রমাণ হাতে এলো পুলিশের। সিবিআই কি এই রহস্যের জাল ছিঁড়ে সামনে আনতে পারবে আসল সত্য? এখন সেটাই দেখার।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর