সামান্য বৃষ্টিতেই জল জমছে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল প্রাঙ্গণ

 

ঝাড়গ্রাম : নিম্নচাপের জেরে সোমবার থেকেই ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকে অনবরত চলছে মাঝারী বৃষ্টিপাত। এই বৃষ্টির ফলে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের ইর্মাজেন্সি থেকে আউটডোর যাওয়ার বাইরের রাস্তায় একহাঁটু জল জমে রয়েছে। ফলে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন রোগির আত্মীয়রা।

 

একটু বৃষ্টি হলেই এই রাস্তাটি জলমগ্ন হয়ে যায়। এই রাস্তাটি হাসপাতালের অন্য রাস্তা থেকে অনেকটা নিচু এবং পর্যাপ্ত নিকাশী ব্যবস্থাও নেই। এর ফলে অল্প বৃষ্টি হলেই জমে যাচ্ছে জল।

IMG 20190813 WA0022

অন্যদিকে সিসিইউর সামনে জল জমে যায়। রোগীর আত্মীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। বাইরের নোংরা জলের উ]র দিয়ে হাঁটতে হয়। পর্যাপ্ত নিকাশী ব্যবস্থার করা প্রয়োজন।


সম্পর্কিত খবর