বাংলাহান্ট ডেস্ক : শীতকাল মানেই মৃদু রোদ গায়ে মেখে ঘুরতে বেরিয়ে পড়া অজানার সন্ধানে। পশ্চিমবঙ্গের এমন অনেক জায়গা রয়েছে যেগুলি শীতকালে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। তেমনই একটি জায়গা হল ঝাড়গ্রাম (Jhargram)। সবুজের সমারহে শীতকালে ঝাড়গ্রাম ভ্রমণ বেশ উপভোগ্য।
নয়া আকর্ষণ ঝাড়গ্রামে (Jhargram)
জঙ্গলমহলের বিভিন্ন জায়গা আজকাল বেশ পরিচিত লাভ করেছে পর্যটন মানচিত্রে। শীতের শুরুতেও কয়েকটা দিন কাটিয়ে আসতে পারেন ঝাড়গ্রাম (Jhargram) থেকে। সবুজ শাল অরণ্যের মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে! নভেম্বর-ডিসেম্বর মাসে জঙ্গলমহলের পরিবেশ আরো মনোরম হয়ে ওঠে।
হালকা শীত আর সবুজ ঘেরা প্রকৃতি, এই দুইয়ের মিশেলে ঝাড়গ্রাম। এবার পর্যটকদের সুবিধার জন্য ঝাড়গ্রাম শহরের খুব কাছেই শুরু হয়ে গেল নতুন হোমস্টে। রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালবাজার গ্রামের মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই হোমস্টে। তিন বন্ধু মিলে প্রায় সাড়ে চার বিঘা জমির উপর সবুজের সমারোহে তৈরি করে ফেলেছেন বনভূমি হোমস্টে।
আরোও পড়ুন : ধামাকা অফার! এবার জলের দরে আন্দামান সফর! IRCTC যা প্যাকেজ আনল…লাফাবেন মধ্যবিত্তরা
শহরের কোলাহল থেকে দূরে শান্ত ও সবুজ ঘেরা প্রকৃতিতে যারা কয়েকটা দিন কাটাতে চান তাদের জন্য সেরা বিকল্প হতে পারে এই বনভূমি হোমস্টে। এখানে পর্যটকদের জন্য রয়েছে একাধিক আকর্ষণ। ছবি তোলার জন্য রয়েছে সেলফি জোন। প্রজাপতি পার্কে রয়েছে হাজার হাজার প্রজাপতি। ঝাড়গ্রামের রাজাদের পুরনো রাজাবাঁধ এই হোমস্টের পাশেই।
আরোও পড়ুন : নিয়েছেন ২,৫১৬ টি উইকেট! ৪২ বছর বয়সে প্রথমবার IPL-এ এন্ট্রি নিতে চলেছেন কিংবদন্তি ক্রিকেটার
এই হোমস্টেতে যারা রাত্রিবাস করবেন তারা বিকেল বেলা ঘুরে দেখতে পারেন কেচন্দাবাঁধ ও কেচন্দা বাঁধের সংলগ্ন শাল জঙ্গল। যারা আসতে চান তারা অবশ্যই আগে থেকে ফোনে বুকিং করে নেবেন। বনভূমি হোমস্টেতে রয়েছে চারটি বিলাসবহুল কটেজ। 9734845570 /7866982112 নম্বরে ফোন করে বুকিং করতে পারেন।
যাবেন কীভাবে : হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে নামতে হবে ঝাড়গ্রাম স্টেশনে। স্টেশন থেকে টোটো নিয়ে পৌঁছে যেতে হবে ১০ কিলোমিটার দূরের লালবাজার বা খোঁয়ান গাঁ। লাল মোরামের পথ ধরে হেঁটেই পৌঁছে যাবেন বনভূমি হোমস্টেতে। সন্ধ্যাবেলায় পর্যটকদের জন্য রয়েছে কফি ও সুস্বাদ স্ন্যাকসের ব্যবস্থা।