খরচ হবে না ৩৫০০/- টাকাও! এত্ত সস্তায় ঝাড়গ্রাম সফর! এই সংস্থা দিচ্ছে ভ্রমণের অবিশ্বাস্য সুযোগ

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপূজো, কালীপুজোর পর বাঙালি এখন অপেক্ষায় শীতের আগমনের। শীতকাল মানেই ভ্রমণ পিপাসু বাঙালির কাঁধে ব্যাগ চাপিয়ে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু। এই সময়টাতে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে জঙ্গলমহলের বেশ কিছু জায়গা। গত কয়েক বছরে সরকারের একাধিক উদ্যোগের ফলে ঝাড়গ্রামে (Jhargram) বেড়েছে পর্যটকদের আনাগোনা।

ধামাকা অফার ঝাড়গ্রাম (Jhargram) ভ্রমণে

তবে শীতের শুরুতেই একটি ভ্রমণ সংস্থা (Travel Agency) নিয়ে এসেছে অভাবনীয় সুযোগ। নামমাত্র টাকায় ঝাড়গ্রাম ভ্রমণের সুযোগ করে দিচ্ছে ‘পাহাড়ের টানে’ নামক একটি ভ্রমণ সংস্থা। এই ভ্রমণ সংস্থা নিয়ে এসেছে তিন দিনের ঝাড়গ্রাম গ্রুপ ট্যুরের প্যাকেজ। ঝাড়্গ্রামের (Jhargram) পাশাপাশি ঘুরিয়ে দেখানো হবে বেলপাহাড়ির বেশ কিছু দর্শনীয় স্থানও।

Jhargram

এই ভ্রমণ সংস্থার বিজ্ঞাপন অনুযায়ী, ২৭ ডিসেম্বর শুরু হবে যাত্রা। যাত্রা শেষ হবে ২৯ ডিসেম্বর। ঝাড়গ্রাম গ্রুপ ট্যুরে মাথাপিছু খরচ পড়বে মাত্র ৩৪৯৯ টাকা। এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যাওয়া-আসার ভাড়া, থাকার খরচ, খাবার ও অন্যান্য ট্যাক্স। সংস্থা জানিয়েছে, এই প্যাকেজের মধ্যে অতিথিদের ঘুরিয়ে দেখানো হবে ঝাড়গ্রাম ও বেলপাহাড়ির বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা।

আরোও পড়ুন : আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সরকার নিয়ে চিন্তিত ভারতীয় শিক্ষার্থীরা, মার্কিন দূতাবাস দিল বড় পরামর্শ

পর্যটকদের (Tourist) ঘোরানো হবে চিল্কাগড় রাজবাড়ী, কনক দুর্গা মন্দির, ডুলুং নদী, ঝাড়গ্রাম রাজবাড়ী, সাবিত্রী মন্দির, ট্রাইবাল মিউজিয়াম শালবনী জঙ্গল, খ্রিশগাডেন, জু, খোঁয়াব গাঁ। এছাড়াও বেলপাহাড়ির মধ্যে ঘুরিয়ে দেখানো হবে ঢাঙিঘকুসুম, ঘাঘরা, গাধরাশিনী পাহাড়, তারা ফেনী লেগ, খাঁদারানী লেগ, রঙিন পাহাড়।

IMG 20241110 WA0012

প্যাকেজ বুক করতে ও ট্যুর সম্পর্কে আরো তথ্যের জন্য যোগাযোগ করুন এই নম্বরে – 7980789997 / 8910403060। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রতিবেদনে দেওয়া তথ্য সংস্থার ওয়েবসাইট/সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে প্রাপ্ত। যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে ভালো করে অনুসন্ধান করে নেবেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর