ঝাড়খণ্ডের মত ছোটো রাজ্য থেকে উঠে এসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তারপর বিশ্বজয়। ধোনির জন্যই এই অখ্যাত রাজ্যটিকে অনেকেই চিনেছেন। অথচ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জানেনই না যে ধোনি কোন খেলার সাথে যুক্ত অর্থাৎ ধোনি ক্রিকেট খেলেন নাকি ফুটবল খেলেন সেটাই জানেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। ধোনি নাকি ফুটবল খেলেই এত নামডাক করেছেন, ভালো ফুটবল খেলার জন্যই নাকি দেশজুড়ে ধোনির এত ভক্ত। প্রকাশ্যে এমন মন্তব্য করে বসলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস।
একটি প্রকাশ্য জনসভায় গিয়ে সাধারণ মানুষের সামনে বক্তব্য রাখার সময় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন যে, ধোনি একজন খুব ভালো ফুটবল খেলোয়াড়, ফুটবলার ধোনির জন্যই বিশ্বের দরবারে ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল হয়েছে। আর উনার এমন মন্তব্যের পর থেকেই সোশ্যাল সাইডে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে, ব্যাপক ট্রোলের শিকার হতে হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে।
রঘুবর দাস সেই ভিডিওতে বলেছেন রাজ্যের ছেলে ধোনিকে নিয়ে আমার গর্ব হয়। অর্থাৎ রাজ্যের ছেলেকে নিয়ে গর্ব করলেও তিনি যে কোন খেলার সাথে যুক্ত সেটাই জানেন না তিনি। ফুটবল নয় ধোনি যে একজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার সেটাই জানেন না তিনি। আর এমন মন্তব্যের পরেই রঘুবর দাসের এমন বক্তব্যের একটি মিম ভিডিও ভাইরাল হয়েছে দেশজুড়ে।
এছাড়াও তিনি বলেন ধোনির মত যাতে ঝাড়খণ্ডের আরও অনেক ছেলে ফুটবল খেলে নাম ডাক করতে পারেন। রাজ্যের ছেলে বিশ্ববিখ্যাত ক্রিকেটার দেশজুড়ে তার নাম রয়েছে অথচ সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েই তিনি জানেন না যে ধোনি কি খেলেন। উনার এমন মন্তব্যের পরেই অনেকে উনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। আবার অনেকেই বলেন জনসভায় বক্তৃতা দেওয়ার আগে উনি যাতে অনেকবার প্র্যাকটিস করে আসেন।