বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগেই পড়শি রাজ্য ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় (Train Accident) প্রাণ যায় বাংলার এক যুবকের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকল ঝাড়খণ্ড। সূত্রের খবর, মঙ্গলবার ভোর নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকায়। দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায় ট্রেনে। লোকো পাইলট সহ মৃত্যু হয়েছে অন্তত দুইজনের। দুর্ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন।
ঝাড়খণ্ডে দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ (Train Accident)
একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে , এই ট্রেন দুর্ঘটনার সাথে ভারতীয় রেলের (Indian Railways) কোনও যোগসূত্র নেই। দাবি করা হয়েছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি এনটিপিসির আওতাধীন প্রাইভেট লাইন। জানা যাচ্ছে, আজ ভোর সাড়ে তিনটা নাগাদ সাহেবগঞ্জের বারহাইতে এনটিপিসি গেটের কাছেই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মালগাড়ির। প্রথম থেকেই লাইনের উপর দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ির। অন্যদিক থেকে দ্রুত গতিতে আসা একটি মালগাড়ি ধাক্কা মারে সেটিকে।
আরও পড়ুন : অত্যাচারিত হিন্দুরা! মোথাবাড়ি যাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
একাধিক সূত্র অনুযায়ী, দুটি মালগাড়ির সংঘর্ষে আগুন লেগে যায় ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বারহাইত এমটি-তে দাঁড়িয়ে ছিল খালি মালগাড়ি (Goods Train)। লালমাটিয়ার দিক থেকে আসা কয়লা বোঝাই থ্রু-পাস মালগাড়ি আজ ভোর রাতে ধাক্কা মারে সেটিকে। মালগাড়ি দুটির সংঘর্ষে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
Sahibganj, Jharkhand: A major collision on the Farakka-MGR railway line in Sahibganj killed two drivers and injured 4-5 railway staff. Firefighters and officials are managing the situation, with investigations ongoing pic.twitter.com/7Dhi0gZ9CK
— IANS (@ians_india) April 1, 2025
দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, যে ইঞ্জিনে আগুন লেগেছে তাতে মোট সাতজন ছিলেন। সংঘর্ষের পর ইঞ্জিনে থাকা ২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪। ইঞ্জিনে আটকে পড়েন এক শ্রমিক। তাকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। আহতদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে বারহাইত সদর হাসপাতালে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে, দুর্ঘটনার (Train Accident) খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। দুর্ঘটনাস্থলে যায় বারহাইত থানার পুলিশও। প্রসঙ্গত, এনটিপিসির এই রেল ট্র্যাকে কয়েকদিন আগে একটি দুর্ঘটনার খবর সামনে আসে। বোমা মেরে রেলপথ উড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই কারণেই লাইনচ্যুত হয় কয়লা বোঝাই একটি মালগাড়ি।