বাংলা হান্ট ডেস্ক : শিক্ষা এবং স্বাস্থ্য সমস্ত শিশুর অধিকার। এই দুটি ক্ষেত্রে কখনোই কোনও খামতি থাকা উচিত নয়। তাই তো শিক্ষা এবং চিকিৎসা খাতে সাধারণ মানুষ যাতে কোনও অসুবিধায় না পড়ে তার সবরকম চেষ্টা করে থাকে সরকার। শিশুদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে থাকে সরকার। এই যেমন সদ্যই শিক্ষার্থীদের ৩৭ লাখেরও বেশি স্কুলব্যাগ (School Bag) দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী (Chief Minister)।
এইদিন রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে, ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত রাজ্যের ৩৭ লক্ষ স্কুল (School) পড়ুয়াদের স্কুলব্যাগ দেওয়া হবে। এই প্রকল্পের জন্য মোট ৫৭.০৬ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। উল্লেখ্য, স্কুলব্যাগের পাশাপাশি মন্ত্রিসভা বৈঠকে ৫৩টি প্রস্তাব অনুমোদন করেছে।
এইদিন মন্ত্রিপরিষদ সচিব বন্দনা দাদেল বলেন, ‘ক্লাস ১ এবং ক্লাস ৮ এর মধ্যে সমস্ত ছাত্রদের বার্ষিক স্কুল ব্যাগ প্রদান করা হবে। ব্যাগের মূল্য প্রতিটি ১৪০ থেকে ১৬০ টাকা পর্যন্ত হবে।’ স্কুলব্যাগের পাশাপাশি এইদিন মন্ত্রিসভা বৈঠকে ৫৩টি প্রস্তাব অনুমোদন করেছে। এরমধ্যে ঝাড়খণ্ড মিলেট মিশনের জন্য ৫০ কোটি টাকা মঞ্জুর করেছে সরকার।
আরও পড়ুন : ‘জনতা বলছে মোদীর গ্যারান্টি’, মসাগ্রাম রেল প্রকল্প নিয়ে বড় বয়ান সৌমিত্রর
ডাডেল আরও জানিয়েছেন, ‘মিশনের অধীনে, বাজরা চাষের এলাকা বর্তমান ৪০,০০০ হেক্টর থেকে পাঁচ লাখ হেক্টরে উন্নীত করা হবে।’ একই সাথে মন্ত্রিসভা কিষাণ সমৃদ্ধি যোজনার (২০২৩-২৪) জন্য ৮০ কোটি টাকা অনুমোদন করেছে। ভোটের মুখে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের এই সিদ্ধান্ত এক মাস্টারস্ট্রোক বলেই দেখছে রাজনৈতিক কারবারিদের একাংশ।
আরও পড়ুন : ‘কে দিয়েছে জানিনা…’, কোটি কোটি টাকার নির্বাচনী বন্ড নিয়ে মুখে কুলুপ আঁটল TMC, JDU
এই ঘোষণার পর রাজ্য সরকার জানিয়েছে, এই পদক্ষেপটি নেওয়া হয়েছে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের কথা ভেবে। এই সিদ্ধান্ত স্কুল পড়ুয়াদের উপকৃত করবে বলে আশা করছে আম জনতা। রাজ্য সরকারের আশা, পড়ুয়াদের আরও আরামদায়ক এবং সংগঠিত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে এই সিদ্ধান্ত।