বাংলা হান্ট ডেস্কঃ ঝাড়খণ্ড সরকারে পর্যটন ও ক্রীড়ামন্ত্রী হাফিজুল হাসান আনসারি দিল্লির AIIMS -এ চিকিৎসারত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধাঞ্জলি দেন। মন্ত্রী হাফিজুল হাসান একটি জনসভায় ভাষণ ডেউয়ার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যু হয়েছেন বলে জানান, আর নীরবতা পালন করে শ্রধাঞ্জলি দেন। মন্ত্রী আনসারির এই কাজের পর রাজ্যের বিরোধী দল বিজেপি ওনাকে কটাক্ষ করেছে।
প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপির সাংসদ জয়ন্ত সিনহা বলেন, একদিকে গোটা দেশ যখন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের সুস্থতার কামনা করছে, হাসপাতাল প্রশাসন জানাচ্ছে ওনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তখন আরেকদিকে কংগ্রেসের জোট সরকারের মন্ত্রী মনমোহন সিংয়ের ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে শোক প্রকাশ করছেন, এটা দুর্ভাগ্যজনক।
মন্ত্রী আনসারি একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় বলেন, ‘একটা দুঃখের খবর রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের মৃত্যু হয়েছে। মনমোহন সিং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজ দেশে যেই উন্নতি দেখছেন, সেই উন্নতিতে মনমোহন সিংয়ের সবথেকে বড় যোগদান রয়েছে।” মন্ত্রীর এই বয়ানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চারিদিকে ওনাকে নিয়ে ব্যঙ্গ শুরু হয়।
ঝাড়খণ্ড বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির রাজ্যসভার সাংসদ, রাজ্যের প্রকাতন মন্ত্রী সহ রাজ্যের সমস্ত বিজেপি নেতারা মন্ত্রী আনসারির এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁরা সবাই একযোগে ঝাড়খণ্ডের কংগ্রেসের জোট সরকার এবং মন্ত্রী আনসারিকে আক্রমণ করেন ক্ষমা চাইতে বলেছেন।