বাংলা হান্ট ডেস্ক : আর কিছুদিন পরেই ঝাড়খন্ডে (Jharkhand) শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচন। মোট দুই দফায় রাজ্যের (Jharkhand) মোট ১৮১ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হবে। রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শুরু হবে আগামী ১৩ ই নভেম্বর আর দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২০ নভেম্বর। আর তার ঠিক তিন দিন পরেই ২৩ নভেম্বর ভোট গণনার সাথে সাথেই ঘোষণা করা হবে ফলাফল।
ঝাড়খণ্ডের (Jharkhand) মন্ত্রীকে অশ্লীল ভিডিও কল
এই নির্বাচনী আবহে সরগরম ঝাড়খণ্ডের (Jharkhand) রাজনৈতিক পরিমন্ডল। এরইমাঝে শিরোনামে শাসক-শিবিরের এক হেভিওয়েট নেতা ও মন্ত্রী। তবে কোন রাজনৈতিক বিষয়কে নিয়ে নয় এই মন্ত্রী এবার চর্চায় রয়েছেন সম্পূর্ণ অন্য একটি বিষয়েকে কেন্দ্র করে। তিনি হলেন ঝাড়খণ্ডের জলসম্পদ মন্ত্রী মিথিলেশ কুমার ঠাকুর।
দীপাবলির রাতেই আচমকা কোনো এক অপরিচিত নম্বর থেকে এই মন্ত্রীর হোয়াট্সঅ্য়াপে আসতে শুরু করে হুমকি কল ও মেসেজ। ভোটের মুখে ঝাড়খণ্ডের জলসম্পদ মন্ত্রীর এই অভিযোগকে কেন্দ্র করে কার্যত তোলপাড় গোটা রাজ্য। এদিন যদিও বিরোধী শিবিরকেই কাঠগড়ায় তুলে এই ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, ‘আমার ধারণা, এটা বিরোধীদের একটা বিরাট চক্রান্ত। ষড়যন্ত্র করেই তারা এই কল করিয়েছে।’
আরও পড়ুন : প্রায় ৯০০ কোটির দেনা কলকাতা পুরসভার! চিন্তায় ঘুম উড়ল সরকারের
ঠিক কি হয়েছিল সেদিন?
ওই অচেনা ফোন কল প্রসঙ্গে মন্ত্রীর অভিযোগ, ‘আমি একটি নির্দিষ্ট নম্বর থেকে একের পর এক হোয়াট্সঅ্যাপ ভিডিয়ো কল পাচ্ছিলাম। আমি তার মধ্যে একটি কল রিসিভ করতেই, তাতে অশ্লীল ভিডিয়োর প্রদর্শন শুরু হয়ে যায়। আমি সঙ্গে সঙ্গে কলটি কেটে দিই এবং ওই নম্বরটি ব্লক করে দিই।’ তবে তিনি দাবি করেছেন, ‘এই ঘটনার পর থেকেই আমার কাছে হুমকি আসতে শুরু করে। আমার মনে হচ্ছে, বিরোধীরা হতাশ হয়ে আমার বিরুদ্ধে এইসব চক্রান্ত করছে। আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং তাদের অনুরোধ করেছি, তারা যাতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে।’
आपकी सभी साज़िशें नाकाम होंगी।
कहाँ तक गिरोगे ???@HemantSorenJMM @JharkhandPolice pic.twitter.com/s7ppWpublt
— Mithilesh Kumar Thakur 🇮🇳 (@MithileshJMM) October 31, 2024
মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র মারফত খবর এই হুমকি কলের মাধ্যমে মিথিলেশ কুমার ঠাকুরের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও চাওয়া হয়! এই ঘটনার পর নিজের এক্স হ্যান্ডেলেও বিষয়টি নিয়ে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন মন্ত্রী। বিরোধীদের উদ্দেশে তিনি বলেছেন এই ধরনের ‘নিম্ন রুচির’ আচরণ যেন তাঁরা না করেন। মন্ত্রীর কথায় , ‘মানুষ সব দেখছে। তারা পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সঠিক সময় এলে মানুষই এর জবাব দেবে।’