আতঙ্ক ছড়াল বার্ড ফ্লু’র! মেরে ফেলা হল প্রায় হাজার চারেক মুরগিকে, জারি কড়া সতর্কতা

বাংলাহান্ট ডেস্ক : বার্ড ফ্লু (Bird Flu) ছড়াচ্ছে ঝাড়খণ্ডে (Jharkhand)। মুরগি এবং ডিম যাঁরা খান তাঁদের জন্য এটি নিঃসন্দেহে খারাপ খবর। জানা গিয়েছে যে, বার্ড ফ্লুর সন্ধান মিলেছে রাঁচির একটি সরকারি পোল্ট্রি ফার্মে। তারপরেই সতর্কতা অবলম্বন করছে ঝাড়খণ্ড সরকার। মুরগি ও হাঁসের মধ্যে বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়েছে বলে খবর।

তারপর থেকেই সরকারি মুরগির খামার হটওয়ারে ১৭৪৫টি মুরগি ও ৪৫০টি হাঁসসহ প্রায় ২১৯৫টি পাখির মৃত্যু হয়েছে। বৈজ্ঞানিকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ওই হাঁস মুরগিদের ১৬৯৭টি ডিম। সূত্রের খবর, রাঁচির হটওয়ারে H5N1 অর্থাৎ বার্ড ফ্লু ধরা পড়ার পর থেকেই নড়েচড়ে বসেছে পুরো প্রশাসনিক বিভাগ। বর্তমানে সেখানে কন্টেনমেন্ট জোন তৈরি করা হয়েছে।

আরোও পড়ুন : হাতে মাত্র ২৪ ঘণ্টা! সোমেই বিরাট কাণ্ড ঘটাতে চলেছে CBI, শাহজাহান মামলায় নয়া মোড়

ওই এলাকার এক কিলোমিটারের মধ্যে যে সব মুরগি, হাঁস বা ডিম পাওয়া যায়, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে তা ধ্বংস করা হয়েছে। বলে রাখা ভালো, সাধারণ ভাইরাসের মতো বার্ড ফ্লুর ভাইরাসেরও পশু-পাখির পাশাপাশি মানুষকে সংক্রামিত করতে পারে। বার্ড ফ্লুর সবচেয়ে বিপজ্জনক ভাইরাস H5N1।

আরোও পড়ুন : মণিপুরে জঙ্গি হামলায় নিহত, কফিনবন্দী হয়ে বাড়ি ফিরলেন বাঙালি জওয়ান! বাঁকুড়ায় শোকের ছায়া

সেই কারণেই রাঁচির সরকারি পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু ধরা পড়ার পরেই সেখানকার পোল্ট্রি ফার্মের ২ ডাক্তার সহ ৬ জন কর্মচারীকে কোয়ারেন্টাইনে রাখা হয়। রাঁচি থেকে অন্য শহরে বার্ড ফ্লু যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে ঝাড়খণ্ড সরকার।

bird flu jharkhand

আপাতত ঝাড়খণ্ড রাজ্য সরকারের পক্ষ থেকে মুরগির মাংস বা ডিম বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমিত এলাকার জেলা প্রশাসনের আধিকারিকরা এক কিলোমিটারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন। শুধু তাই নয়, কোনও দোকানে মুরগির মাংস কিংবা ডিম বিক্রি হচ্ছে কি না সেদিকেও নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর