হাতে মাত্র ২৪ ঘণ্টা! সোমেই বিরাট কাণ্ড ঘটাতে চলেছে CBI, শাহজাহান মামলায় নয়া মোড়

বাংলা হান্ট ডেস্কঃ পুলিশ, সিআইডি, সিবিআই এর গন্ডি পেরিয়ে বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান (Seikh Sahajahan)। আদালতের নির্দেশে সন্দেশখালির সমস্ত মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই (CBI)। আর কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তেই একের পর এক শাহজাহানের কীর্তি ফাঁস হচ্ছে। এরই মাঝে শাহজাহানের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইন ও বিস্ফোরক আইন যুক্ত করতে চলেছে CBI.

দুদিন আগেই সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠের ডেরায় একজোটে অভিযান চালায় সিবিআই ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড। CBI-NSG-র যৌথ অভিযানে প্রচুর পরিমাণে দেশে-বিদেশি আগ্নেয়াস্ত্র, (Explosion) বোমা-বিস্ফোরক উদ্ধার হয়। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, সোমবার বসিরহাট আদালতে সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরক আইন যুক্ত করার আবেদন করতে পারে সিবিআই। রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে গত জানুয়ারি মাসে শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি। সেই ঘটনার ৫৫ দিন পর ফেব্রুয়ারী মাসে শাহজাহানকে ওই এলাকা থেকেই গ্রেফতার করে রাজ্য পুলিশ। ইডির ওপর হামলার ঘটনাতেই শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। এবার সেই মামলায় যুক্ত হতে চলেছে এই নতুন ধারা।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল দেশজুড়ে যখন চলছে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ সেই সময় সন্দেশখালি থেকে উদ্ধার বিপুল অস্ত্রভান্ডার বন্দুক, গুলি, বোমা থেকে বিস্ফোরক! উদ্ধার হওয়া বোমা সরাতে নামাতে হয় এনএসজি-কে। রোবট নামিয়ে নিষ্ক্রিয় করা হয় বিস্ফোরক বোঝাই ব্যাগ। CBI-NSG-র যৌথ অভিযানে সন্দেশখালির শেখ শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্রভান্ডার।

seikh sahjahan

আরও পড়ুন: তাপপ্রবাহের মাঝেও বৃষ্টির পূর্বাভাস! আজ বিকেলেই ভিজতে পারে এই ৫ জেলা: আবহাওয়ার খবর

সন্দেশখালির সরবেড়িয়ার মল্লিকপুরে শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়িতে হানা দেয় সিবিআই। গোপন সূত্রে খবর পেয়ে আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল অস্ত্রভান্ডার। শাহজাহানের সঙ্গে ওই ব্যক্তির কী যোগসূত্র, কী ভাবে তার কাছে এত পরিমাণ অস্ত্র এল, সেই রহস্য উদ্ঘাটন করতেই এবার নতুন ধারা যোগ করতে চলেছে সিবিআই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর