Jhilam Gupta: ‘আচমকাই আমার…’, দশ বছর বয়সে নিজের পরিবারেই যৌন হেনস্থার শিকার, বিষ্ফোরক ঝিলম

বাংলাহান্ট ডেস্ক : একসময় রিচের অভাবে ভিডিও বানানো বন্ধ করে দিতে চেয়েছিলেন ঝিলম গুপ্ত (Jhilam Gupta)। আজ রিচ কমিয়ে দেওয়া সত্ত্বেও প্রতিবাদের স্বর আরো জোরালো করছেন তিনি। সদ্য প্রকাশ্যে এসেছে ঝিলমের (Jhilam Gupta) নতুন ব়্যাপ গান (Rap Song)। সেটা নিয়েই এই মুহূর্তে চর্চা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়। সমর্থনের পাশাপাশি বাঁকা মন্তব্যও শুনতে হচ্ছে ঝিলমকে (Jhilam Gupta)।

প্রতিবাদী ব়্যাপ গান লিখেছেন ঝিলম (Jhilam Gupta)

সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পরিচিত মুখ ঝিলম গুপ্ত (Jhilam Gupta)। বিভিন্ন বিষয় নিয়ে অতীতে প্রতিবাদে সোচ্চার হতে দেখা গিয়েছে তাঁকে। এবার তিনি সামনে এনেছেন ব়্যাপ গান ‘তোমার স্বর আমার স্বর’। এই গান শুনেই অনেকে পরামর্শ দিচ্ছেন ভাষার শালীনতা নিয়ে। পালটা ঝিলমের (Jhilam Gupta) প্রশ্ন, যে নোংরা স্পর্শে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, সেই সত্যি বলতে আবার কীসের শালীনতা?

আরো পড়ুন : Paran Bandopadhyay: খ্যাতির লোভ নেই, ‘বাংলার মানুষদের জন্য কাজ করব’, পরপর হিন্দি ছবি নাকচ পরাণ বন্দ্যোপাধ্যায়ের

নিজের পরিবারের সদস্যের লালসার শিকার

নিজের পরিবারের সদস্যের কাছেই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ঝিলম (Jhilam Gupta)। এক সাক্ষাৎকারে তিনি জানান, তখন তাঁর বয়স মাত্র দশ। পরিবারেরই এক সদস্য আচমকা তাঁর স্তন স্পর্শ করেন। ঝিলম বলেন, এই ক্ষত কোনোদিন সারে না। এখনো মনে পড়লে রাগে, ঘৃণায় গা জ্বলে যায়। নিজের মাকে জানিয়েছিলেন সবটা। পালটা ঝগড়া, সমাজের কথা ভেবে ঝিলমকেই চুপ করিয়ে দিয়েছিলেন তাঁর মা। ঝিলম জানান, তিনি একা নন। এই ঘটনার কথা নিজের বৌদি এবং বোনকে জানাতে তিনি জানতে পারেন, তাঁদেরও একই রকম অভিজ্ঞতা। আরেকবার বাসে একই ধরনের ঘটনা ঘটে ঝিলমের সঙ্গে। বমি করে ফেলেছিলেন তিনি। কিন্তু এখন প্রতিবাদ করতে ভয় পান না ঝিলম (Jhilam Gupta)।

আরো পড়ুন : Kanchan Mallick: ‘কাঞ্চনের বন্ধুরাই পিঠে ছুরি মারছেন’, স্বামীকে আগলে ফোঁস করলেন স্ত্রী শ্রীময়ী

আরজিকর নিয়ে বিষ্ফোরক ঝিলম

তিলোত্তমার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, ধর্ষণের জন্য সমগ্র পুরুষ সমাজকে দায়ী করেন না তিনি। কিছু মানসিক বিকারগ্রস্ত মানুষ রয়েছে, যাদের সম্মুখীন হতে হয়েছিল তিলোত্তমাকে। ঝিলম বলেন, ডাক্তারি পরিভাষা না বুঝলেও চিকিৎসকদের কথায় তিনি এটুকু বুঝেছেন যে, এই কাজ কারোর একার পক্ষে করা সম্ভব নয়। বাকিরা কোথায়? প্রশ্ন তুলেছেন ঝিলম।

Jhilam Gupta

তাঁর কথায়, কনটেন্ট ক্রিয়েটরদের সমস্যা হল, তাঁরা যা নিয়েই কথা বলুন না কেন, কেউ না কেউ এসে রাজনীতি জুড়ে দিয়ে যান। ঝিলম বলেন, তিনি নিজে কোনো পার্টি করেন না। কিন্তু তাঁর ব়্যাপ গানটি তাঁর পেজ থেকে মুছে দেওয়া হয়েছে। কীসের এত ভয়? প্রশ্ন তুলে দিয়েছেন ঝিলম।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর