‘নমস্কার মোদিজি!’, BRICS সম্মেলনে নমোকে অভ্যর্থনা জন্টি রোডস-র! ভারতের প্রশংসায় গ্যারি কার্স্টেনও

বাংলা হান্ট ডেস্ক : মোদি ক্ষমতায়ন! মোদি জ্বরে ভুগছে গোটা বিশ্ব। কয়েক মাস আগেই উঠেছিল মোদি ঝড়। এবার আটলান্টিকের (Atlantic Ocean) তীরে দক্ষিণ আফ্রিকাতেও (South Africa) উঠছে নমো ঢেউ। এবার ১৫তম ব্রিকস সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) স্বাগত জানালেন কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস (Jhonty Rhodes)।

BRICS কী? ভারত, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়াকে নিয়ে তৈরি হয়েছে (BRICS) গোষ্ঠী। আগামী কাল থেকেই শুরু হচ্ছে জোটের ১৫তম শীর্ষ সম্মেলন। চলবে আগামী তিনদিন (২২ থেকে ২৪ আগস্ট)। শুরুতে জল্পনা থাকলেও মঙ্গলবার জোহানেসবার্গের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদি।

নমস্কার মোদিজি : আর তা নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডস। রীতিমতো ভারতীয় কায়দায় হাতজোড় করে তিনি বলেন, ‘নমস্কার মোদিজি। ব্রিকস সম্মেলনে আপনাকে স্বাগত। আমরা দক্ষিণ আফ্রিকাবাসীরা জানি আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব অর্থনীতিতে আপনার বিরাট ভূমিকা রয়েছে।’

ভারতকে ভোলেননি গ্যারি কার্স্টেন : এদিন নমোকে স্বাগত জানান দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনও। উল্লেখ্য, ২০১১ সালে কোচ কার্স্টেন ও ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত বিশ্বসেরা হয়। কার্স্টেন বলেন, ‘আমার সৌভাগ্য আপনাকে (মোদি) স্বাগত জানাতে পারছি। ভারতের কোচ থাকাকালীন সেই জনসমর্থনের কথা আজও আমার স্মৃতিতে রয়েছে। সেই সময়ের বহু মধুর স্মৃতি রয়েছে। এবছর বিশ্বকাপ ভারতে হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন : বুধে হয়ত চাঁদে নামবে না চন্দ্রযান ৩! তুমুল আশঙ্কা প্রকাশ ISRO-র, কেন হল এমন? জানলে অবাক হবেন

মোদি – জিন পিং বৈঠক : আগামীকাল জোহানেসবার্গের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী মোদি। তিনদিনের ওই সম্মেলনে উপস্থিত থাকবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। লাদাখে সীমান্ত সমস্যার আবহে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা দুনিয়া।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর