বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রবীণ এবং তারকা ভারতীয় পেসার ঝুলন গোস্বামী ছুঁলেন নতুন মাইলফলক। বিশ্বকাপের মঞ্চে ভারতের প্রথম হারের দিনে এই রেকর্ড গড়লেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার লিন ফুলস্টনের রেকর্ড ছুঁয়ে মহিলা বিশ্বকাপে যৌথ-সর্বোচ্চ উইকেট শিকারীতে পরিণত হয়েছেন তিনি।
৩৯ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার , তার পঞ্চম ওয়ান ডে বিশ্বকাপে খেলছেন। চলতি টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ তম ওভারে উইকেটরক্ষক কেটি মার্টিনকে আউট করার সঙ্গে সঙ্গে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ঝুলন। বিশ্বকাপে এই মুহূর্তে তার প্রাপ্ত উইকেট সংখ্যা ৩৯।
তার আগে লিন ফুলস্টন, ১৯৮২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। সেই সময় বিশ্বকাপের ২০টি ম্যাচে ৩৯ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু ঝুলন তার ৩০তম খেলায় এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার ক্যারোল অ্যান হজেস ২৪ ম্যাচে ৩৭ উইকেট নিয়ে এই জুটির পিছনে রয়েছেন।
দুই দশক আগে ২০০২ সালের জানুয়ারিতে ঝুলনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। ঝুলন তার জন্মস্থানের জন্য, চাকদা এক্সপ্রেস নামেও পরিচিত, এছাড়াও তিনি মহিলাদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী। ১৯৭ টি ম্যাচে খেলে তিনি ২৪৮ টি উইকেট নিয়েছেন। ১২ টি টেস্ট ও ৬৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি দুটি ফরম্যাটে যথাক্রমে ৪৪ এবং ৫৬ টি উইকেট পেয়েছেন।