জীবনকৃষ্ণের মুখে আরও ৮ বিধায়কের নাম! বড়সড় অ্যাকশনে CBI, তুঙ্গে শোরগোল

বাংলাহান্ট ডেস্ক : বড়ঞার তৃণমূল (All India Trinamool Congress) বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এরপর সিবিআই আধিকারিকরা তাকে গ্রেপ্তার করে রওনা দিয়েছেন কলকাতার পথে। সিবিআই সূত্রে খবর তাকে নিয়ে যাওয়া হচ্ছে আলিপুর আদালতে। তদন্তে অসহযোগিতা ও তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ রয়েছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে।

সিবিআই সূত্র থেকে জানা গেছে, তিন হাজার পাতার নথি উদ্ধার হয়েছে জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে। এছাড়াও তদন্তকারীরা জানিয়েছেন যে জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করে আরো প্রায় ৮ জন তৃণমূল বিধায়ক (Members of legislative assembly) ও এজেন্টের নাম পাওয়া গেছে। জীবনকৃষ্ণ সহার বাড়ি থেকে যে নথি উদ্ধার হয়েছে তাতে পাওয়া গেছে মুর্শিদাবাদসহ পার্শ্ববর্তী জেলার চাকরিপ্রার্থীদের নাম।

এছাড়াও সিবিআই সূত্রের খবর, এই তৃণমূল বিধায়কের বাড়ির পাশ থেকে উদ্ধার হওয়া ব্যাগে পাওয়া গিয়েছে টাকা লেনদেনের তথ্য। সিবিআই সূত্র জানা গেছে, জীবনকৃষ্ণ সাহার থেকে যাদের নাম পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তথ্য প্রমাণ জোগাড় করতে শুরু করে দিয়েছে তদন্তকারীরা। সেই সব ব্যক্তিদের জীবনকৃষ্ণ সাহার মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

tmc mla jiban krishna saha

প্রসঙ্গত, ইতিমধ্যেই সিবিআই (Central Bureau of Investigation) জানতে পেরেছে, চাকরি দেওয়ার নামে রীতিমতো দুর্নীতির র‌্যাকেট চালাতেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআই জানতে পেরেছে নাম সুপারিশ করার জন্য চাকরিপ্রার্থীদের থেকে তিনি ও তার এজেন্টরা পাঁচ থেকে আট লক্ষ টাকা করে নিতেন। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই চক্রের সাথে আরো কারা কারা জড়িত।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর