‘তৃণমূল তো…’, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে এই প্রথম মুখ খুললেন জীবনকৃষ্ণ সাহা

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গতকালই জামিন পেয়েছেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক (TMC MLA) জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্ত হয়েছেন শাসকদলের এই নেতা। বুধবার প্রেসিডেন্সি জেলে বসে সেই খবর পেয়ে নাকি কেঁদেই ফেলেছিলেন তিনি। আর এরই মাঝে এবার দলকে নিয়ে বিরাট মন্তব্য জীবনকৃষ্ণর।

গত বছর ১৭ এপ্রিল টানা ৬৫ ঘণ্টা জেরা ও বাড়ি অফিসে তল্লাশির পর গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। এক বছর পর তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যদিও এখনও জেলের বাইরে বেরোতে পারেন নি তিনি। জামিন পরবর্তী বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বিধায়ককে। সব প্রক্রিয়া মিটলে তবেই জেল থেকে বেরোতে পারবেন জীবনকৃষ্ণর।

   

এদিন জামিন পরবর্তী পক্রিয়ার জন্য আদালতে নিয়ে আসা হয়েছিল তৃণমূল বিধায়ককে। সেখানেই সাংবাদিকরা ভোট নিয়ে প্রশ্ন করলে জীবন বলেন, ‘‘ভোট ভাল হয়েছে। রাজ্যে তৃণমূল তো ৪২টি আসনই পাবে।’’ কেন্দ্রে কে কিরম ফল করবে? উত্তরে বিধায়ক বলেন, ‘‘কেন্দ্রে আমরাই সরকার গড়ব। আমাদের সরকার হবে। আমি যদি আজ মুক্তি পাই তাহলে কাল থেকেই দলের কাজ শুরু করে দেব।’’

জামিন পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জীবন বলেন, সত্যের জয় হয়েছে। জামিন পেয়ে ভাল লাগছে। ধীরে ধীরে সব প্রকাশ পাবে।’’ সন্দেশখালি নিয়ে বিধায়ক বলেন, ‘‘দেখছেন তো, সব বিজেপির চক্রান্ত। ফাঁস হয়ে গেছে। যারা ধর্ষণ ইত্যাদির অভিযোগ করেছিলেন, তারাই তো ক্যামেরার সামনে বলছেন সব মিথ্যা। বিজেপি সব ক্ষেত্রেই দুর্নীতিগ্রস্ত। প্রমাণ হয়েছে।”

tmc mla jiban krishna saha

আরও পড়ুন: সাথেই রাখুন ছাতা! গরমের মধ্যেও একটু পরই বৃষ্টি দক্ষিণবঙ্গের এই সব জেলায়, বর্ষা নিয়েও বড় আপডেট

প্রসঙ্গত, নবম-দশম নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ। পরে সেই মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তৃণমূলের এই নেতা। মঙ্গলবার সেই মামলায় জীবনকৃষ্ণের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। প্রভাবশালী তত্ত্বে সিবিআই জীবনের জামিনের বিরোধীতা করলেও সুপ্রিম কোর্ট তাতে সাড়া দেয় নি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর