‘ও ঘুষখোর, আমার থেকেও টাকা চেয়েছিল!”, জীবনকৃষ্ণ গ্রেফতার হতেই মুখ খুললেন তার বাবা

বাংলা হান্ট ডেস্ক : অনেক টালবাহানার পর তিনি এখন সিবিআই (CBI) হেফাজতে। টানা ৬৫ ঘণ্টা জেরা শেষে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha) গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। এরপর বীরভূমের সাঁইথিয়ার বাড়িতে বসে জীবনের বাবা বিশ্বনাথ সাহা (Biswanath Saha) সংবাদমাধ্যমের সামনে ধরা দিলেন অন্য মূর্তিতে।

ছেলে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন বিশ্বনাথবাবু। তাঁর প্রতিটি কথায় তিনি ঠারেঠোরে বোঝাতে চাইলেন, বেশ হয়েছে ছেলে ধরা পড়েছে। ওঁর তো এটাই হওয়ার ছিল। ছেলে গ্রেফতার হওয়ায় নাকি তাঁরা বেঁচে গেছেন! বিশ্বনাথবাবুর দীর্ঘদিনের রেশন ডিলারের ব্যবসা। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার এমনই ছেলে, যে নিজের বাপের কাছেও ঘুষ চাইত!’ কিন্তু হঠাৎবাবার কাছে কেন ঘুষ চাইবেন ছেলে?

jiban

জীবনের বাবা জানান, ‘মিড ডে মিলের একটি টেন্ডারে তিনি রেশন ডিলার হিসাবে দরপত্র দিয়েছিলেন। তাঁর নামও ছিল উপরের দিকে। সেই সময়ে জীবন নাকি তাঁর বাবাকে বলেন, টাকা দিতে হবে। তবেই টেন্ডার পাওয়া যাবে। নইলে কাঁচি হয়ে যাবে তোমার নাম।’

বাবা রাজি হননি ছেলেকে ঘুষ দিতে। এদিন বিশ্বনাথবাবু বলেন, ‘আমি টাকা দিইনি বলে ওন্য একজনের থেকে টাকা খেয়ে টেন্ডার পাইয়ে দিয়েছিল জীবন। এক সপ্তাহ আগে আমায় মার্ডার করারও হুমকি দিয়েছিল।’ এমনকি রেশন ডিলারশিপের একটি লাইসেন্সও জীবন প্রভাব খাটিয়ে বাতিল করে দিয়েছেন বলে দাবি তাঁর বাবার।

বাবা, বোন পরিষ্কার বলছেন, জীবন ছিলেন ক্ষতিকারক, বিষাক্ত। নাজেহাল করে ছেড়েছেন তাঁদের জীবন। এমনকিজীবনের বাবা এও বলেন, ‘ওকে আমি আর আমার ছেলে বলেই করি না। ওকে ত্যাজ্যপুত্র করেছি আমি। আমার কাছে আমার ছেলে আজ আর বেঁচে নেই।’

Sudipto

সম্পর্কিত খবর