বাংলা হান্ট ডেস্ক: লাহোর থেকে আসা জিন্নাহ এক্সপ্রেস লনধি রেলওয়ে স্টেশনে সিগন্যাল না মেনে এগিয়ে যায়। জানা গিয়েছে রেড সিগন্যাল থাকা সত্ত্বেও চালক ট্রেনটি নিয়ে এগিয়ে যায়। ওই ট্রাকে বিপরীত দিক থেকে অন্য একটি এক্সপ্রেস ট্রেন আসছিল।তড়িঘড়ি জিন্নাহ এক্সপ্রেসকে অন্য ট্রাকে সরিয়ে দেওয়া হয়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় জিন্নাহ এক্সপ্রেস।
ঘটনাস্থলে রেলের আধিকারিকরা তদন্তের জন্য পৌঁছান। তিন বছর আগে লাহোর থেকে করাচি যাওয়ার পথে আরও একবার জিন্নাহ এক্সপ্রেস এর সাথে অন্য একটি ট্রেনের সংঘর্ষ হয়।
দূর্ঘটনা থেকে বাঁচলো জিন্নাহ এক্সপ্রেস
![07c06 images 8 4 07c06 images 8 4](https://banglahunt.com/wp-content/uploads/2019/07/07c06-images-8-4.jpeg)
সম্পর্কিত খবর