ইমরান খানের পর এবার জিনপিং এর বিরুদ্ধে মামলা দায়ের হল ভারতে, অভিযোগ ভাইরাস ছড়ানোর

বাংলাহান্ট ডেস্কঃ চীনে ছাড়িয়ে এই করোনাভাইরাস (Coronavairas) বিশ্বে এখন ত্রাস সৃষ্টি করেছে। চীনের হুবেই প্রদেশে প্রথম এই রোগের দেখা মিললেও এই রোগে এখনও অবধি সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইউরোপ। প্রতিদিনই হু হু করে বেড়ে চলেছে এই রোগে আক্রন্তের সংখ্যা। তবে কিভাবে আর কে ছড়াল তা নিয়ে এখনও প্রশ্ন রয়েই গেছে। আর এ বিষয়ে চীন ও আমেরিকার মধ্যে কিন্তু একটা টানাপড়েন রয়েই গেছে।

download 3 17

এই অবস্থায় চীনের রাষ্ট্রপতি শিং জিনপিং ও ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সন বেইডোঙের নামে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করলেন আইনজীবী সুধীর কুমার ঝা। সোমবার তিনি এই অভিযোগ করলেন  বিহারের (bihar) মুজাফ্ফরপুরের জেলা ও দায়রা আদালতে। তাঁর অভিযোগ, রীতিমত পরিকল্পনা করে চীন এই ভাইরাস তৈরি করে বাজারে ছেড়ে দিয়েছে। যার দরুণ এই মহামারির সৃষ্টি হয়েছে। বিশ্ববাসী যার কারণে এখন আতঙ্কগ্রস্থ। তাই চীনের রাষ্ট্রপতি এবং ভারতে থাকা রাষ্ট্রদূতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। তাঁর এই অভিযোগের ভিত্তিতে মুখ্য বিচারক ওই মামলাটিকে গ্রহণ করেন এবং তা এসডিজেএম (SDJM)-এর আদালতে পাঠিয়ে দেন। আগামী ২৪ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

অভিযোগ করা আইনজীবী ২০০৩ সাল থেকে বিভিন্ন সময়ে মুজাফ্ফরপুর আদালতে মোট ৮৭১টি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। যার মধ্যে তিনি আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নামে তিনটি মামলা দায়ের করেছেন। ২০১৯ সালে একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নামেও তিনি একটি মামলা দায়ের করেছিলেন।

করোনাভাইরাস খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে চারিদিকে। অল্প কিছুদিনের মধ্যেই এই ভাইরাস ভারতে (India) ছড়িয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪২ এবং ইতিমধ্যেই মারা গেছেন ৩ জন। কলকাতায়ও থাবা বসিয়েছে করোনা। ইংল্যান্ড ফেরত এক তরুণের দেহে মিলেছে এই ভাইরাস। চিকিৎসারত অবস্থায় রয়েছে ওই পরিবারের সকলে। লাদাখের লেহ অঞ্চলের এক জওয়ানের দেহও মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব।

 


Smita Hari

সম্পর্কিত খবর