বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে সকল টেলিকম সংস্থাগুলো নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। যার মধ্যে রয়েছে আম্বানির সংস্থা Jio-ও। যার ফলে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছে গ্রাহকরা। তবে আবার বেশকিছু এমন প্ল্যান গ্রাহকদের জন্য নিয়ে এসেছে, যাতে করে কিছুটা হলেও সুবিধা হতে পারে গ্রাহকদের।
যার মধ্যে একটি ধামাকাদার অফার হচ্ছে ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান। আপাতত এটি সস্তার প্ল্যান হিসেবে মনে করা হচ্ছে। এক্ষেত্রে ব্যবহারকারীরা 75GB ডেটা পাবেন। সঙ্গে থাকবে আনলিমিটেড কলিং এবং দৈনিক 100 টি SMS। সঙ্গে অতিরিক্ত সুবিধাও।
বর্তমান সময়ে ভারতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে OTT প্ল্যাটফর্মগুলি। এক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা করে সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই। তবে জিওর এই প্ল্যানের সঙ্গে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়। বৈধতা থাকছে এক মাস।
আবার, প্রিপেড প্ল্যানের বিষয়ে বলতে গেলে, বলতে হবে জিওর ৩৯৯ টাকার কোন প্রিপেইড প্ল্যান নেই। রয়েছে ৪১৯ টাকার প্ল্যান। যেখানে গ্রাহক দৈনিক 3GB ডেটার সঙ্গে পাচ্ছেন আনলিমিটেড কলিং। সেইসঙ্গে থাকছে দৈনিক 100 টি করে SMS। এই প্ল্যানের ক্ষেত্রে মোট 84GB ডেটা পাওয়া যাবে। সঙ্গে Jio অ্যাপগুলিতে অ্যাক্সেসের সুবিধা পাবেন গ্রাহক।
প্রসঙ্গত জানিয়ে রাখি, একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে জিও। যেখানে ৯১ টাকা রিচার্জে গ্রাহক প্রতিদিনি ১০০ এমবি করে ডেটা পাবেন। সঙ্গে জিও আপনাকে ২০০ এমবি অতিরিক্ত ডেটা প্রদান করবে। যার ফলে আপনি পেয়ে যাবে মোট ৩ জিবি ডেটা।