বাংলাহান্ট ডেস্কঃ সেপ্টেম্বরে বাজারে আসার কথা থাকলেও, কিছু কারণে সময় পিছিয়ে যায়। তবে এবার ধারণা করা হচ্ছে, দীপাবলিতেই বাজারে আসতে চলেছে জিও-র (jio) সবচেয়ে সস্তা স্মার্টফোন ‘জিও ফোন নেক্সট’ (jio phone next)। রিলায়েন্স জিও-র এই নতুন স্মার্টফোনে থাকছে একাধিক ফিচার এবং যার দাম শুনলে চোখ কপালে উঠব ক্রেতাদের।
গুগলের সাথে পার্টনারশিপে আসার পর এটাই প্রথম স্মার্টফোন লঞ্চ করছে রিলায়েন্স জিও। মেড ইন ইন্ডিয়া, মেড ফর ইন্ডিয়া এবং মেড বাই ইন্ডিয়ান- এই প্রোডাক্ট জীবন বদলে দিতে পারে লক্ষ লক্ষ ভারতবাসীর।
প্রথমেই জেনে নিন ঠিক কতটা সস্তায় এমন এক দারুণ স্মার্টফোন দিচ্ছে রিলায়েন্স জিও। জিও ফোন নেক্সট-র বেসিক মডেলের দাম পড়ছে মাত্র ৫০০০ টাকা এবং এটি মাত্র ৫০০ টাকায় কিনতে পারবেন আপনি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ব্যাংকের মাধ্যমে কিনলে এই অফার পেতে পারেন।
এই ফোনে এলইডি ডিসপ্লে থাকছে ৫.৫ ইঞ্চি। সঙ্গে থাকবে 16GB স্টোরেজ সহ 2GB বা 32GB স্টোরেজ সহ 3GB RAM। চিপসেট থাকবে কোয়ালকম QM215। 4জি সাপোর্ট সিস্টেম এবং ডুয়েল সিম সাপোর্ট থাকবে এই ফোনে। ব্যাটারি হবে 2,500mAh। 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। পাশাপাশি সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে 8 মেগাপিক্সেলের সেন্সর। ক্যামেরায় গুগোল লেন্স- র সাপোর্ট থাকছে।
এছাড়াও থাকছে ভলিউম, পাওয়ার বাটন, হটস্পটের সুবিধা, ক্যামেরার সঙ্গে পোর্ট্রেট মোড এবং স্ন্যাপচ্যাট ফিল্টার ফিচারসও। থাকছে মিউজিক সিস্টেম প্লে করার সুবিধাও। সঙ্গে জিও-র পক্ষ থেকে সবরকম সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে।