বাংলাহান্ট ডেস্ক : যত সময় যাচ্ছে ততই উন্নত হচ্ছে প্রযুক্তি। সময়ের সাথে তাল মিলিয়ে বাড়ছে ডেটা স্পিড। জিও ও এয়ারটেল বেশ কিছুদিন হল গোটা ভারতে শুরু করেছে 5G পরিষেবা। প্রথমদিকে সম্পূর্ণ বিনামূল্যে 5G পরিষেবা পাওয়া গেলেও, বর্তমানে চাপানো হয়েছে কিছু নিয়ম। 2GB বা তার বেশি ডেটা প্ল্যানের রিচার্জ করলেই বিনামূল্যে 5G ব্যবহারের সুযোগ পাচ্ছেন জিও (Jio) গ্রাহকরা।
তবে যারা 1GB বা 1.5 GB প্ল্যান দিয়ে রিচার্জ করছেন তারা আর বিনামূল্যে 5G ব্যবহারের সুবিধা পাচ্ছেন না। এই অবস্থায় অনেক গ্রাহকই চাইছেন 5G পরিষেবা ব্যবহার করতে। তাদের জন্য জিও নিয়ে আসল দুর্দান্ত একটি প্ল্যান। যারা 1GB বা 1.5 GB প্ল্যান রিচার্জ করেন তারা ৬০১ টাকার ভাউচার রিচার্জ করতে পারেন। এই ভাউচার রিচার্জ করলে গোটা বছর মিলবে বিনামূল্যে 5G ব্যবহারের সুবিধা।
Jio ৬০১ প্ল্যান:
৬০১ টাকার রিচার্জে জিও (Jio) গ্রাহকরা পাবেন মোট ১২ টি ভাউচার। ১২ মাসের জন্য এই ১২ টি ভাউচার ব্যবহার করা যাবে। প্রতিমাসে একটি করে ভাউচার অ্যাক্টিভেট করার সাথে সাথে গ্রাহকরা চলে আসবেন আনলিমিটেড 5G পরিষেবার আওতায়। My jio অ্যাপ থেকে গ্রাহকরা অতি সহজেই রিচার্জ করতে পারবেন এই ভাউচার।
আরোও পড়ুন : ৫৭%! নতুন বছরেই DA নিয়ে সুখবর পাবেন সরকারি কর্মীরা! সামনে বড় আপডেট
৬০১ টাকার এই রিচার্জে 5G ডেটা ছাড়া আর অন্যান্য সুবিধা নেই। তবে যাদের ইন্টারনেট ব্যবহার বেশি ও হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে চাইছেন তারা অনায়াসে রিচার্জ করতে পারেন ৬০১ টাকা দিয়ে।
জিও গ্রাহকরা খুব সহজেই মাই জিও অ্যাপ থেকে এই রিচার্জ করতে পারেন। মাই জিও অ্যাপ খুলে যেতে হবে রিচার্জ সেকশনে। সেখানে গিয়ে সিলেক্ট করতে হবে ৬০১ টাকার ভাউচার। পেমেন্ট সম্পন্ন হলে আপনার কাজ শেষ।
5G পরিষেবার মাধ্যমে আরো হাই স্পিড ডেটার আনন্দ উপভোগ করতে রিচার্জ করতে পারেন ৬০১ টাকা দিয়ে। দ্রুতগতির ইন্টারনেটের সাথে সাথে থাকছে আনলিমিটেড 5G ব্যবহারের সুযোগ।