বাংলাহান্ট ডেস্ক : মোবাইল রিচার্জের দাম এখন উর্ধ্বমুখী। কিছুদিন অন্তরই প্রায় প্রত্যেকটি টেলিকম অপারেটর তাদের প্ল্যান গুলির দাম বাড়াচ্ছে। প্রথমদিকে বিনামূল্যে ও সস্তায় পরিষেবা দিলেও বর্তমানে রিলায়েন্স জিওর প্ল্যানগুলিও ব্যয়বহুল হয়ে উঠেছে। এমন অবস্থায় গ্রাহকদের কাছে টানতে একটি নতুন প্ল্যান নিয়ে হাজির রিলায়েন্স জিও।
প্রথমে বলে রাখা ভালো এই প্ল্যানটি শুধুমাত্র জিও ফোন ব্যবহারকারীদের জন্য। জিও ফোন ব্যবহারকারীরা ২৮ দিনের বৈধতার অল ইন ওয়ান প্ল্যানের জন্য খরচা করেন ৯১ টাকা। অর্থাৎ হিসাব মতো ৩৩৬ দিনের জন্য গ্রাহককে খরচা করতে হয় ১০৯২ টাকা। কিন্তু রিলায়েন্স জিওর এই নতুন প্ল্যানটির মাধ্যমে রিচার্জ করলে তারা সাশ্রয় করতে পারবেন অনেকগুলি টাকা।
রিলায়েন্স জিও ফোন ব্যবহারকারীরা মাত্র ৮৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে পেয়ে যাবেন ৩৩৬ দিনের বৈধতা। এই প্ল্যানের মধ্যে গ্রাহকেরা প্রতি ২৮ দিন অন্তর ২ জিবি করে ডেটা পাবেন। সাথে পাওয়া যাবে ৫০ টি করে এসএমএস এর সুবিধা। ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স জিও সহ টেলিকম অপারেটররা শুল্কের সম্পূর্ণ কাঠামো বাড়ালে ২০২১ সালের নভেম্বর থেকে প্রিপেড রিচার্জ প্যাকগুলি ব্যয়বহুল হয়ে গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন যে রিলায়েন্স জিও লাদাখের প্যাংগং হ্রদের কাছে স্প্যাংমিক গ্রামে 4G ভয়েস এবং ডেটা পরিষেবা চালু করেছে। টেলিকম অপারেটরটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য প্যাংগং এলাকায় এবং এর আশেপাশে 4G মোবাইল সংযোগ প্রদানকারী প্রথম নেটওয়ার্ক হিসাবে এই সফলতা পেয়েছে।