পুরো এক মাসের জন্য রিচার্জ নিয়ে এল Jio-Airtel-BSNL-Vi! সবচেয়ে সস্তার প্ল্যান কার?

বাংলা হান্ট ডেস্ক: Telecom Regulatory Authority of India (TRAI) চলতি বছরের জানুয়ারি মাসে নির্দেশ দেয় যে, দেশের সমস্ত টেলিকম অপারেটরদের ৩০ দিন অর্থাৎ একমাসের বৈধতার সাথে প্রিপেইড প্ল্যান চালু করতে হবে। এমনিতেই, বিগত পাঁচ বছর ধরে গ্রাহকদের কাছ থেকে এক মাসের টাকা নিয়ে তার পরিবর্তে ২৮ দিনের মেয়াদের প্ল্যান উপলব্ধ করছিল সংস্থাগুলি।

যার ফলে বাকি ২ দিনের হিসেবে বারো মাসে অর্থাৎ এক বছরে ২৪ দিনের জন্য অতিরিক্ত রিচার্জ করতে হত গ্রাহকদের। এটা নিয়েই সরব হন গ্রাহকেরা। এমতাবস্থায়, টেলিকম সংস্থাগুলিকে TRAI মাসিক বৈধতার সাথে রিচার্জ প্ল্যান চালু করার নির্দেশ দেয়। এদিকে, এই আদেশের পরেই Jio, Airtel, Vodafone-Idea এবং BSNL ৩০ দিন এবং ৩১ দিনের জন্য প্রি-পেইড প্ল্যান শুরু করছে। বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

Jio-র মাসিক বৈধতা প্ল্যান:
Jio-র এক মাসের বৈধতাবিশিষ্ট প্ল্যানের দাম হল ২৫৯ টাকা। এতে, গ্রাহকেরা পুরো এক মাসের বৈধতা পাবেন অর্থাৎ কেউ যদি ১ এপ্রিল রিচার্জ করেন, তাহলে তাঁকে পরবর্তী রিচার্জটি ১ মে করতে হবে। এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন 1.5GB ডেটার সুবিধে পাবেন। এছাড়াও, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-ও করা যাবে।

পাশাপাশি, এই প্ল্যানটি গ্রাহকেরা একই সময়ে একাধিকবার রিচার্জ করতে পারবেন। সেক্ষেত্রে প্রতি মাসের বৈধতার মেয়াদ শেষ হওয়ার পরে, নতুন প্ল্যানটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে। Jio-র এই প্ল্যানে প্রতিদিন ১০০ টি SMS-এর সুবিধাও মিলবে। এছাড়াও, প্ল্যানটিতে অন্যান্য প্ল্যানের মতো Jio-র সমস্ত অ্যাপের সাবস্ক্রিপশনও উপলদ্ধ থাকবে।

AIrtel-এর মাসিক বৈধতা প্ল্যান:
Airtel মাসিক বৈধতার সাথে দু’টি প্ল্যান চালু করেছে, একটি ২৯৬ টাকায় এবং অন্যটি ৩১৯ টাকায়। Airtel তার ওয়েবসাইটে এই দু’টি নতুন প্ল্যানকে ইতিমধ্যেই তালিকাভুক্ত করেছে। ২৯৬ টাকার প্ল্যানে গ্রাহকেরা ৩০ দিনের বৈধতা পাবেন। এছাড়াও এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ছাড়াও প্রতিদিন ১০০ টি SMS-এর সুবধা পাওয়া যাবে। এই প্ল্যানে মোট 25GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।

অপরদিকে, Airtel-এর ৩১৯ টাকার প্ল্যানে, গ্রাহকরা ৩০ দিন নয় বরং সংশ্লিষ্ট মাসের পুরো মাসের বৈধতা পাবেন। অর্থাৎ, আপনি যদি ১ মার্চ রিচার্জ করে থাকেন, তাহলে আপনার প্ল্যানটি ১ এপ্রিল শেষ হবে। অর্থাৎ মাসটি ৩০ দিন বা ৩১ দিনের হোক তাতে কোনো পার্থক্য থাকবেনা। এছাড়াও, এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি প্রতিদিন ১০০ টি SMS-এর সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি, প্ল্যানটিতে প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা। Airtel-এর এই দু’টি প্ল্যানেই Amazon Prime Video-র মোবাইল সাবস্ক্রিপশন এক মাসের জন্য পাওয়া যাবে।

Vodafone-Idea-র মাসিক বৈধতা প্ল্যান:
Vodafone-Idea ইতিমধ্যেই ৩২৭ টাকা এবং ৩৭৭ টাকার দু’টি প্ল্যান মাসিক বৈধতার সাথে শুরু করেছে। এর মধ্যে ৩২৭ টাকার প্ল্যানে গ্রাহকেরা 25GB ডেটা পাবেন। এছাড়াও এতে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধার পাশাপাশি, প্রতিদিন ১০০ টি SMS-এর সুবিধাও মিলবে। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন। অপরদিকে, ৩৩৭ টাকার প্ল্যানটিতে মোট 28GB ডেটা পাওয়া যাবে এবং এর বৈধতা থাকবে ৩১ দিন। এছাড়াও, এই প্ল্যানে প্রতিদিন ১০০ টি SMS এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

IMG 20210101 213810

BSNL-এর মাসিক বৈধতা প্ল্যান:
BSNL-এর ১৪৭ টাকার একটি প্ল্যান রয়েছে যাতে মোট 10GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের বৈধতা হল ৩০ দিন। এতে গ্রাহকেরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও, BSNL-এর ২৪৭ টাকার প্ল্যানটিতে 50GB ডেটা আনলিমিটেড কলিংয়ের সাথে পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতাও ৩০ দিন। তবে, উভয় প্ল্যানেই EROS Now-এর সাবস্ক্রিপশন উপলব্ধ থাকছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর