স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের ঘোষণা Jio-র! পাত্তা পেল না ইলন মাস্কের স্টারলিঙ্ক

বাংলা হান্ট ডেস্ক: সোমবার স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবার ঘোষণা করেছে ভারতীয় বিজনেস টাইকুন মুকেশ আম্বানির সংস্থা Reliance Jio। কোম্পানি জানিয়েছে যে, Jio Platforms Limited, SES-এর সাথে যৌথ উদ্যোগে স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা Jio Space Technology Limited প্রস্তুত করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, SES হল একটি বিশ্বব্যাপী স্যাটেলাইট ভিত্তিক কানেক্টিভিটি সলিউশন প্রোভাইডার। নতুন এই যৌথ উদ্যোগে Jio প্ল্যাটফর্মের অংশীদারিত্ব রয়েছে ৫১ শতাংশ, যেখানে SES-ওর রয়েছে ৪৯ শতাংশ। জানা গিয়েছে যে, Jio Space Technology Limited মাল্টি-অরবিট স্পেস নেটওয়ার্ক ব্যবহার করবে, যা জিওস্টেশনারি স্যাটেলাইট এবং মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইটের সংমিশ্রণ হবে।

এই নেটওয়ার্কের সাহায্যে, এন্টারপ্রাইজ, মোবাইল ব্যাকহোল এবং খুচরো গ্রাহকদের সংযোগ প্রদান করা হবে। এদিকে, বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কও ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক নিয়ে আসছেন।

যদিও, স্টারলিঙ্ক এখনও ভারতে তার পরিষেবা চালু করার লাইসেন্স পায়নি। এমনকি, কোম্পানিটি গত বছর ভারতে প্রি-অর্ডার নেওয়া শুরু করলেও সরকার এটি নিষিদ্ধ করেছিল। যার পরে কোম্পানিটিকে তার মার্কেট লঞ্চ বন্ধ করতে হয়। এছাড়াও, সরকারের এরূপ সিদ্ধান্তে ইলন মাস্কের স্টারলিঙ্ককে প্রি-অর্ডারের জন্য নেওয়া অর্থও ফেরত দিতে হয়েছিল।

83925 jio logo

বর্তমানে স্টারলিঙ্ক-এর ভারতে লঞ্চ করার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য না পাওয়া গেলেও Jio তার নতুন উদ্যোগের মাধ্যমে এখন এই বিভাগে প্রবেশ করেছে। যদিও, Jio-এর আগে, দেশের আর এক টেলিকম অপারেটর সংস্থা Airtel-ও স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবার জন্য একটি যৌথ উদ্যোগ ঘোষণা করেছে। Airtel এই ভেঞ্চারে Hughes Communications-এর সাথে যৌথ উদ্যোগে কাজ শুরু করেছে। যদিও এবার এই প্রতিযোগিতায় Jio এবং SES নিজেদের সামিল করল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর