কারোর পৌষমাস, কারোর সর্বনাশ! হু হু করে এগোচ্ছে Jio, বন্ধের মুখে Vodafone-Idea, বিপাকে গ্রাহকরা

বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani) তাঁর ব্যবসায়িক দক্ষতা এবং পরিকল্পনার জন্য অত্যন্ত পরিচিত। এই কারণেই তিনি যখন Jio বাজারে লঞ্চ করেছিলেন ঠিক তার কয়েক বছরের মধ্যেই ওই সংস্থাটি টেলিকম সেক্টরে আধিপত্য বজায় করতে থাকে। এমতাবস্থায়, একটি রিপোর্ট এবার সামনে এসেছে। যেটিতে Jio-র অগ্রগতির বিষয়টি স্পষ্ট হয়েছে।

মূলত, গত ফেব্রুয়ারি মাস সংক্রান্ত ওই রিপোর্টে জানা গিয়েছে, Vodafone-Idea বিশাল লোকসানের মধ্যে রয়েছে। পাশাপাশি, Airtel-এর অবস্থাও খুব একটা ভালো নয়। TRAI-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্রাহক যুক্ত করার ক্ষেত্রে Jio এগিয়ে ছিল। যেখানে অন্য সব টেলিকম কোম্পানি অনেকটাই পিছিয়ে রয়েছে।

   

Jio beat Airtel-Vi based on these Statistics.

তথ্য অনুযায়ী, Jio গত ফেব্রুয়ারি মাসে ৩৫.৯৮ লক্ষ মোবাইল সাবস্ক্রাইবার্স যুক্ত করেছে। সোমবার এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ পেয়েছে। এদিকে, Airtel ৭.৭৮ লক্ষ ওয়ারলেস সাবস্ক্রাইবার্স যুক্ত করেছে। পাশাপাশি, মোবাইল ট্যালি ১৫.৩০ লক্ষ গ্রাহক যুক্ত করেছে।

আরও পড়ুন: গ্রীষ্মের ছুটিতে নিশ্চিন্তে করুন সফর! মিলবে কনফার্ম ট্রেন, যাত্রীদের জন্য রেলের বিরাট পদক্ষেপ

Vodafone-Idea-র অবস্থা অত্যন্ত শোচনীয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী এটা স্পষ্ট হয়ে গিয়েছে, Vodafone-Idea-র অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে রয়েছে। কারণ ওই সময়ে Vodafone-Idea ১০.২৩ লক্ষ সাবস্ক্রাইবার্স হারিয়েছে। এমন পরিস্থিতিতে, এই রিপোর্ট Vodafone-Idea-র জন্য অত্যন্ত নেতিবাচক। এমন পরিস্থিতিতে অনুমান করা হচ্ছে যে, Vodafone শীঘ্রই বড় সিদ্ধান্ত নিতে পারে। কারণ, এটা স্পষ্ট যে Vodafone-Idea পতন কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! ৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, বিপদে পড়ার আগে দেখে নিন ছুটির তালিকা

UPI ব্যবসায় Jio: উল্লেখ্য যে, এবার মুকেশ আম্বানিও UPI পেমেন্ট ব্যবসায় প্রবেশের কথা ভাবছেন। আগে জল্পনা ছিল যে Jio QR পেমেন্ট বক্স আনতে পারে। এমনকি রিপোর্টে বলা হয়েছিল যে এটি Paytm এবং Google Pay-এর মতো সংস্থাগুলির সাথে সরাসরি প্রতিযোগিতার কারণ হতে পারে। এখন এই সংক্রান্ত একটি রিপোর্ট সামনে এসেছে। মুকেশ আম্বানির কোম্পানি যদি এই ব্যবসায় প্রবেশ করে তবে এটি একটি বড় পদক্ষেপ হতে পারে। এর সাহায্যেও আপনি যেকোনো জায়গায় অর্থ প্রদান করতে সক্ষম হবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর