মাত্র 699 টাকায় মিলবে 4G ফোন! দীপাবলির উপহার নিয়ে হাজির হলেন মুকেশ আম্বানি

বাংলা হান্ট ডেস্ক: দীপাবলির আগে দুর্দান্ত উপহার সামনে আনলেন ভারত তথা এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি। Jio-র সমস্ত 4G ব্যবহারকারী এই উপহারের সুবিধা নিতে পারেন। জানিয়ে রাখি যে, Reliance মাত্র কয়েক মাস আগে ভারতে Jio Bharat ফোন লঞ্চ করেছিল। এমতাবস্থায়, এই দীপাবলিতে 4G প্রযুক্তি সবার হাতে তুলে দিতে কোম্পানি এই উপহার সামনে এসেছে।

দীপাবলির উপহার নিয়ে হাজির মুকেশ আম্বানি (Mukesh Ambani):

এর ফলে দীপাবলির অফারে, গ্রাহকেরা 30 শতাংশ ছাড়ে Jio Bharat ফোন পাবেন এবং এই ফোনটি ব্যবহার করতে আপনাকে প্রতি মাসে 123 টাকা রিচার্জ করতে হবে। যেখানে গ্রাহকেরা আনলিমিটেড ফ্রি ভয়েস কল সহ 14 GB ডেটা পাবেন।

Jio Bharat 4G phone will be available for just Rs 699.

Airtel এবং Vodafone-Idea-র প্ল্যানের চেয়ে সস্তা: উল্লেখ্য Jio Bharat ফোনে ব্যবহৃত মাসিক প্ল্যানের ফাম মাত্র 123 টাকা। যা Airtel এবং Vodafone Idea-র প্ল্যানের থেকে 40 শতাংশ কম। এই ফোনে আপনি 455 টিরও বেশি লাইভ চ্যানেল, মুভি প্রিমিয়ার এবং QR কোড স্ক্যান করার মতো সুবিধা পাবেন। এছাড়াও, এই ফোনে JioPay এবং JioChat-এর মতো প্রিলোডেড অ্যাপও মিলবে। স্টোর ছাড়াও, JioMart বা Amazon থেকে ফোনটি কিনতে পারবেন গ্রাহকেরা।

আরও পড়ুন: পুরো কেরিয়ারে যা হয়নি ২০২৪ সালে সেটাই করলেন বিরাট! অনুরাগীরা হলেন হতাশ

গত 15 অক্টোবর 2 টি নতুন 4G ফিচার ফোন লঞ্চ হয়েছে: জানিয়ে রাখি যে, 15 অক্টোবর ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে 2 টি নতুন 4G ফিচার ফোন লঞ্চ করে Relinace Jio। ফিচার ফোন V3 এবং V4 4G ফিচার ফোন Jio Bharat সিরিজের অধীনে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি 1,099 টাকা দামে বাজারে নতুন মডেল লঞ্চ করেছে। গত বছর এই কোম্পানি Jio Bharat V2 মডেল লঞ্চ করেছিল। সংস্থাটি সেই সময়ে দাবি করেছিল যে লক্ষ লক্ষ 2G গ্রাহক JioBharat ফিচার ফোনের মাধ্যমে 4G নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়েছেন।

আরও পড়ুন: পরপর হারের জের! ভারতীয় খেলোয়াড়দের আর দেওয়া হবে না ছাড়, নেওয়া হল বিরাট সিদ্ধান্ত

V3 এবং V4 4G ফিচার ফোনের ফিচার্স: নেক্সট জেনারেশনের নতুন এই 4G ফিচার ফোন লেটেস্ট ডিজাইন, 1000 mAh-এর শক্তিশালী ব্যাটারি, 128 GB পর্যন্ত বর্ধিত স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছিল। এই ফিচার ফোন 23 টি ভারতীয় ভাষা সাপোর্ট করে। Jio Bharat ফোন মাসে মাত্র 123 টাকায় রিচার্জ করা যাবে। এটি আনলিমিটেড ভয়েস কল ছাড়াও 14 GB ডেটার সুবিধা প্রদান করবে বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর