করোনায় গৃহবন্দী? বাড়ি থেকে কাজ করার জন্য দমদার প্ল্যান আনল জিও

বাংলাহান্ট ডেস্কঃ চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ জনে।চীন এবং দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি সাময়িক উন্নত হলেও ইরান ও ইতালিতে মৃত্যু মিছিল বাড়ছেই। বিশ্বের বিভিন্ন দেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। দেশের বেশিরভাগ রাজ্যেও ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গে স্কুলের ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি বন্ধ হয়েছে অফিসও, কর্মচারীদের বাড়ি বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্মচারীদের বাড়ি বসে কাজ করার জন্য টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ব্যবহারকারীদের কম দামে আরও বেশি সুবিধা দিতে চলেছে। 4 জি ডেটা ভাউচারে ডেটার পরিমান প্রায় দ্বিগুন করেছে। 11, 21, 51, 101  টাকা মূল্যের ডেটা ভাউচারে দ্বিগুন ডেটা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

553330 512325 445670 jio reliance

  • 11 টাকার ডেটা ভাউচারে ব্যবহারকারীদের 800 এমবি ডেটা দেওয়া হচ্ছে।
  • 21 টাকার ডেটা ভাউচারে 2 জিবি ডেটা এবং 200 টি লাইভ এফইউপি মিনিট উপলব্ধ করা হচ্ছে।
  • 51 টাকার ডেটা ভাউচারে ব্যবহারকারীদের 6 জিবি ডেটা এবং 500 টি লাইভ এফআপ মিনিট দেওয়া হচ্ছে।
  • 101 টাকার ডেটা ভাউচারে 12 জিবি ডেটা এবং 1000 টি লাইভ এফইউপি মিনিট দেওয়া হচ্ছে।
  • 251 টাকার ভাউচারে কোনও পরিবর্তন করা হয়নি।

পাশাপাশি, ৪৯ টাকা ও ৬৯ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও। ৪৯ টাকাঃ এই প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন- মোট ২ জিবি ডেটা + আনলিমিটেড জিও কল + ২৫০ মিনিট ননজিও কল+ ২৫ এসএমএস।এই প্ল্যানটির বৈধতা ১৪ দিন। ৬৯ টাকাঃ প্রতিদিন ৫০০ এমবি ডেটা + আনলিমিটেড জিও কল + ২৫০ মিনিট ননজিও কল + মোট ২৫ এসএমএস। এই প্ল্যানটির বৈধতা ১৪ দিন। তবে এই প্লান দুটি কেবলমাত্র  জিওফোন ব্যবহারকারীদের জন্যেই চালু করা হয়েছে।


সম্পর্কিত খবর