বাংলাহান্ট ডেস্কঃ জিও (jio) বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে । নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে। অনেক ক্ষেত্রে জিও এর আগেই তারা অভিনব সুবিধা নিয়ে আসছে। কিন্তু কম দামে একের পর এক দারুণ প্ল্যান এনে জিও নিজের অবস্থান ধরে রেখেছে।
349 টাকার প্ল্যানটির দামও কম এবং আপনি প্রতিদিন 3 জিবি ডেটা পান। তবে এটি জিও এর সবচেয়ে সস্তা পরিকল্পনা নয়। 349 টাকায় Jio 28 দিনের জন্য 84 জিবি ডেটা দেয়। এইভাবে, আপনাকে 1 জিবিতে 4.15 টাকা খরচ করতে হবে। জিওর বেশিরভাগ পরিকল্পনায় 1 জিবি ডেটার জন্য 4 টাকা থেকে সাড়ে চার টাকা ব্যয় করতে হয়। জানিয়ে রাখি জিও এর সব চেয়ে সস্তা ইন্টারনেট সরবরাহ করে ৫৯৯ টাকায়
৫৯৯ টাকার প্ল্যানে গ্রাহকেরা ৮৪ দিনের জন্য ২ জিবি করে ডেটা পান। এইভাবে গ্রাহকরা মোট 168 জিবি ডেটা পান। 598 টাকায় 168 জিবি মানে গ্রাহকদের 1 জিবিতে 3.57 টাকা খরচ করতে হয়। এটি জিওর অন্য কোনও পরিকল্পনার মধ্যে সর্বনিম্ন।
জেনে নিন জিও এর সব চেয়ে সস্তা আরো ৫ প্ল্যান
মাত্র ১২৯ টাকায় সারা মাসের জন্য ২ জিবি ডেটা দিচ্ছে জিও। সেইসঙ্গে ১০০০ মিনিট জিও ছাড়া অন্য নেটওয়ার্কের কল করার সুবিধে ও ৩০০ এসএমএস।
১৪৯টাকায় দৈনিক ১ জিবি করে ডেটা, সাথে জিও থেকে অন্য নেটওয়ার্ক এ কলের সুবিধে, দিনে ১০০ টি করে এস এম এস। বৈধতা ২৪ দিন।
149 টাকার জিওর এই প্ল্যানের মেয়াদ 24 দিন। এতে গ্রাহক প্রতিদিন ১ জিবি ডেটা পাবেন। পরিকল্পনায়, Jio থেকে Jio আনলিমিটেড কল এবং 300 মিনিট অন্যান্য নেটওয়ার্কগুলিতে কল করার জন্য উপলব্ধ থাকবে। এটির মাধ্যমে আপনি প্রতিদিন 100 এসএমএসের সুবিধাও পাবেন। Jio অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন বিনোদনের জন্য উপলব্ধ।
জিওর 199 টাকার প্ল্যানের মেয়াদ 28 দিন। এই প্ল্যানে আপনি প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। এটিতে অন্যান্য নেটওয়ার্কগুলিতে কল করার জন্য একটি Jio থেকে Jio সীমাহীন কল এবং 1000 মিনিটের Jio থেকে নন-Jio কলের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এর বাইরে প্রতিদিন 100 এসএমএসের সুবিধাও পাওয়া যায়। Jio অ্যাপ্লিকেশনগুলিতে সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।
বাড়ি বসে কাজের সুবিধার জন্য রিলায়েন্স জিও এনেছে দুর্দান্ত ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান। এই প্ল্যানে 251 টাকায় প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে , যা 51 দিনের জন্য বৈধ। কেবলমাত্র ইন্টারনেট সুবিধাই পাওয়া যাবে এই প্ল্যানে। কোনও কলিং বা এসএমএস সুবিধা পাওয়া যাবে না।
249 টাকার জিওর এই প্রিপেইড প্ল্যানটি 28 দিনের মেয়াদ সহ আসে। প্ল্যানটি প্রতিদিন 2 জিবি ডেটা দিচ্ছে। এটির সাথে আনলিমিটেড কল এবং অন্যান্য নেটওয়ার্কগুলিতে কল করার জন্য এক হাজার মিনিট পাওয়া যাবে। এর বাইরে প্রতিদিন 100 টি এসএমএসের সুবিধাও পাওয়া যাবে। পরিকল্পনা সহ জিও অ্যাপসের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।