একের পর এক চমক সামনে আনছে Jio! এবারে বাড়ির টিভি হয়ে যাবে কম্পিউটার, অবাক করলেন আম্বানি

বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪-এ একের পর এক চমক সামনে আনছে Reliance Jio। সম্প্রতি এই সংস্থা এমন একটি নতুন প্রযুক্তি প্রকাশ্যে এনেছে যেটির মাধ্যমে আপনার বাড়িতে থাকা স্মার্ট টিভি সহজেই কম্পিউটারে রূপান্তরিত হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে কিছুটা অবাক হলেও ঠিক এই কাণ্ডই ঘটিয়েছে Jio। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই বিশেষ প্রযুক্তির নাম Jio Cloud PC। যেটির মাধ্যমে স্মার্ট টিভিকে কম্পিউটারে পরিবর্তিত করা যাবে।

আসতে চলেছে Jio Cloud PC:

এর জন্য আপনার প্রয়োজন শুধু ইন্টারনেট সংযোগ, স্মার্ট টিভি, কিবোর্ড, মাউস এবং Jio Cloud PC অ্যাপ। তবে, কারোর কাছে স্মার্ট টিভি না থাকলেও সমস্যা নেই। সেক্ষেত্রে, JioFiber বা JioAirFiber-এর সাথে আসা সেট-টপ বক্স একটি সাধারণ টিভিকেও কম্পিউটারে রূপান্তরিত করতে পারে।

জানিয়ে রাখি যে, Jio Cloud PC হল এমন একটি প্রযুক্তি যেটি ইন্টারনেটের মাধ্যমে যেকোনও টিভিকে ক্লাউড কম্পিউটিং-এর সাথে সংযুক্ত করে। এটি ব্যবহার করা অত্যন্ত সহজ। এক্ষেত্রে ব্যবহারকারীকে কেবল অ্যাপটিতে লগ-ইন করতে হবে এবং এরপরে ক্লাউডে সংরক্ষিত সমস্ত ডেটা টিভি স্ক্রিনে দৃশ্যমান হবে। এমতাবস্থায় কম্পিউটারে যে সমস্ত কাজ করা হয় যেমন ইমেল পাঠানো, মেসেজিং, সোশ্যাল নেটওয়ার্কিং, ইন্টারনেট সার্ফিং, স্কুল প্রোজেক্ট এবং অফিস প্রেজেন্টেশন সবই স্মার্ট টিভিতে করা যাবে।

Jio Cloud PC is coming soon.

সহজ কথায়, সমস্ত তথ্য ক্লাউডে সংরক্ষণ করা হয় এবং টিভির মাধ্যমে আপনি সার্ভার, স্টোরেজ, ডেটাবেস, নেটওয়ার্কিং, সফ্টওয়্যার এবং অ্যানালিটিক্সের মতো পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারেন।

আরও পড়ুন: এই একটা সিদ্ধান্তেই ঘটল বিপর্যয়! অবশেষে ক্ষমা চাইলেন রোহিত, জানালেন কোথায় হয়েছে ভুল

মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত বিকল্প: প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতের মধ্যবিত্ত পরিবারের জন্য কম্পিউটার কেনা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে Jio Cloud PC হতে পারে এই সমস্যার সমাধান। ক্লাউড কম্পিউটিংয়ের ক্যাপাসিটি প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। যা এটিকে শুধুমাত্র নিরাপদ করে না, ডেটা রিকভারিও একটি নিয়মিত কম্পিউটারের তুলনায় অনেক সহজ করে তোলে। এই প্রযুক্তি মোবাইল ডিভাইসেও কাজ করবে। এমতাবস্থায়, এটি আপনার মোবাইলের পাশাপাশি স্মার্ট টিভিতেও ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: ফের বাজিমাত করলেন সৌরভ! পেয়ে গেলেন দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন সংস্থার বিরাট দায়িত্ব

কবে বাজারে আসবে: Reliance Jio এখনও এই অ্যাপটির লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে, আশা করা হচ্ছে যে এই অ্যাপটি কয়েক মাসের মধ্যে বাজারে পাওয়া যেতে পারে। এই নতুন প্রযুক্তির আসার ফলে, প্রত্যেকের জন্য কম্পিউটারের জগতে প্রবেশ করা সহজ হয়ে যাবে। বিশেষ করে যাঁরা দামি কম্পিউটার কিনতে পারেন না তাঁরাও এবার কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর