Jio এর সবথেকে সস্তা প্ল্যান, মাত্র ১০ টাকাতেই উপভোগ করতে পারবেন সমস্ত কিছু

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় টেলিকম শিল্প গত কয়েক বছরে দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। একসময়ে যে রিচার্জ প্ল্যানটি মাত্র ৪ টাকার বিনিময়ে পাওয়া যেত তা এখন কার্যত ইতিহাস হয়ে গিয়েছে। যদিও, এখনও কিছু কিছু কোম্পানিতে ১০ টাকার রিচার্জ অফারটি পাওয়া যায়। তবে, প্রশ্ন উঠতে পারে যে, এই রিচার্জে ঠিক কি কি সুবিধা মেলে? এমতাবস্থায়, আপনি যদি একজন Jio ব্যবহারকারী হন তবে আপনি অবশ্যই জানেন যে, সংস্থাটি ১০ টাকার টপ-আপের সুবিধা দেয়।

Jio-র পোর্টফোলিওতে কী আছে?
মূলত, টপ-আপও এক ধরনের রিচার্জ। এদিকে, Jio তার গ্রাহকদের জন্য প্রিপেইড এবং পোস্টপেইড উভয়প্রকারের প্ল্যানের সুবিধা প্রদান করে। আপনি যদি প্রিপেইড রিচার্জ পোর্টফোলিও সম্পর্কে জানতে চান, তাহলে বলতে হয় কোম্পানি ইতিমধ্যেই ক্রিকেট প্ল্যান, 4G ডেটা ভাউচার, টপ-আপ, বার্ষিক প্ল্যান সহ অনেক রিচার্জ প্ল্যানের সুবিধা প্রদান করে। ঠিক সেই রকমই এক রিচার্জ ১০ টাকায় পাওয়া যায়।

Jio-র ১০ টাকার রিচার্জ:
Jio-এর এই রিচার্জে ব্যবহারকারীরা ৭.৪৭ টাকার টকটাইম পান। শুধু তাই নয়, এর সাহায্যে আপনি ডেটা, কলিং এবং এসএমএল এই তিনটি পরিষেবাই ব্যবহার করতে পারবেন। মূলত, ২০১৬ সালের আগে, ব্যবহারকারীরা “টকটাইম”-এর মতো শব্দগুলির সাথে পরিচিত ছিলেন। যা এখন আর শোনা যায়না বললেই চলে। যদিও, সেই সময় আপনি আনলিমিটেড কলিং এবং ফ্রি ডেটার মতো সুবিধা পেতেন না। মূলত, ব্যবহারকারীদের তখন নির্ধারিত টকটাইমের মাধ্যমেই ফোনে কথা বলতে হতো।

83925 jio logo

আরও বিকল্প আছে:
প্রসঙ্গত উল্লেখ্য, ১০ টাকার মতো, Jio ২০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকার টপ-আপের সুবিধা প্রদান করে। সেগুলির ক্ষেত্রে যথাক্রমে ১৪.৯৫ টাকা, ৩৯.৩৭ টাকা এবং ৮১.৭৫ টাকার টকটাইমের সুবিধা পাওয়া যায়। শুধু তাই নয়, এই কোম্পানিটি ৫০০ এবং ১০০০ টাকার টপ-আপেরও সুবিধা প্রদান করে। তবে, মনে রাখবেন যে, এই সমস্ত বিকল্পগুলি শুধুমাত্র টপ-আপের জন্যই সীমাবদ্ধ। সে কারণে আপনি তাদের ভ্যালিডিটি প্ল্যান হিসেবে ব্যবহার করতে পারবেন না।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর