বাংলা হান্ট ডেস্কঃ ভারতবর্ষের টেলিকমের সব থেকে বড় নেটওয়ার্ক রিলাইন্স জিও যা গোটা ভারতবর্ষকে একসূত্রে বেঁধেছে এবং দারুন কম দামে অফারে গ্রাহকরা সুবিধা পায়। সেই সুবিধা আরও ত্বরান্বিত করতে তারা টেলিকম পরিষেবার সাথে সাথে টিভিতে ও পরিষেবা আনতে চলেছে এমনটাই সূত্র মারফত খবর।
বেশ কিছু জায়গায় ইতিমধ্যে কেবিল এর মাধ্যমে টিভি দেখার সুযোগ পাওয়া যাচ্ছে কম টাকায়। এই সুযোগের ফলে গ্রাহকরা সেই দিকে আকৃষ্ট হচ্ছে। এবার কলকাতার সংলগ্ন বিধাননগরে মহিষ ভাতান আজ সকালে জিও কর্মীরা কাজ করতে যান, সেই সময় স্থানীয় ক্লাব থেকে বাধা দেওয়া হয়। বলা হয় টাকা না দিলে এখান থেকে কোন ফাইবার কেবিল যাবে না। তারপরে কর্মীরা কাজ বন্ধ করে দেন।
কি কারণে তাদের কাজ বন্ধ হলো? সেই বিষয়ে এখনো জানা যায়নি কিন্তু জিও কর্মীরা জানিয়েছেন তাদের কাছে বিপুল অঙ্কের টাকা দাবি করে স্থানীয় ক্লাব। তৃণমূলের নেতা নেত্রী দ্বারা পরিচালিত কিন্তু তৃণমূলের এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ বলে উড়িয়ে দেন, তারা বলেন এটা ক্লাবের ব্যাপার তার সাথে দলের কোন সম্পর্ক নেই এবং টাকা চাওয়ার ব্যাপার নিয়ে তারা অস্বীকার করে।
এখন দেখার বিষয় জিও পরিষেবা চালু হয় কিনা। পুলিশ যদি হস্তক্ষেপ করে তাহলে জিও পরিষেবা চালু হতে পারে বিধানননগরে।