করোনা আতঙ্কে কাঁপছে এই মুহূর্তে গোটা বিশ্ব। ইতালি আমেরিকা ফ্রান্স চীনসহ বিশ্বের প্রথম সারির দেশ গুলি করোনার কারণে বিধ্বস্ত। এই মুহূর্তে ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা 10। বিজ্ঞানী, ফার্মাকোলজিস্ট, বিশেষজ্ঞরা কোভিড -১৯ এর প্রতিষেধক খুঁজে পেতে 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করছেন,কিন্তু অসচেতন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা যে পরিমান অবৈজ্ঞানিক পোস্ট শেয়ার করছেন তাতে বিপদ আরো বাড়ছে।
পাশাপাশি বাড়ছে নেট জালিয়াতির ঘটনাও। সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম মেসেজ শেয়ার করার মধ্য থেকে তারা হাতিয়ে নিতে চাইছে আপনার ব্যাংকের অর্থ রাশি। এরকমই একটি ম্যাসেজ ঘুরছে জিও সংক্রান্ত। যে মেসেজে বলা হচ্ছে থাকার সময় জিও (Jio) আপনাকে 498 টাকার একটি ফ্রি রিচার্জ করে দেবে। আপনাকে শুধু কয়েকজন পরিচিত কে এই মেসেজ শেয়ার করতে হবে।
আদতে জিও এর 498 টাকার কোন বৈধ রিচার্জ প্ল্যান নেই। জিও তরফ থেকে গৃহবন্দী থাকার সময় বেশ কয়েকটি নতুন অফার আনা হলেও এরকম কোন অফার জিও আনেনি বলেই খবর। এই দাবিটি সম্পূর্ণ মিথ্যে এবং বাস্তবের সাথে কোন ভাবে মিল খায় না।
তাই এরকম মেসেজ শেয়ার করার আগে সাবধান হোন। হয়তো 498 টাকার রিচার্জ এর লোভে পা দিয়ে আপনি সর্বস্ব হারিয়ে ফেলবেন। করোনা ভাইরাসে আক্রান্ত দেশের ৯০০ এর কাছাকাছি মানুষ। দেশ জুড়ে চলছে লকডাউন। এহেন পরিস্থিতিতে আপনার হোয়াটসঅ্যাপে ফেসবুকে আসা যেকোনো বার্তা সম্পর্কে সচেতন হোন, কোন পরিস্থিতিতেই গুজব ছড়াবেন না। তাতে বিপদ আরো বাড়বে।