সম্পূর্ণ বিনামূল্যে ২০০০ টাকার ফ্রি রিচার্জ দিচ্ছে JIO, এভাবে তুলে নিন ফায়দা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আবারও বাজার গরম করতে বাম্পার অফার আনছে রিলায়েন্স জিও (Reliance Jio)। বাজারে লঞ্চ পরই একের পর এক অফার নিয়ে আসে জিও (Jio)। কিন্তু তারপরই অন্যান্য কোম্পানিগুলোর মতোই তারাও নিজেদের প্ল্যানের দাম বৃদ্ধি করে। কিন্তু এবার আপনি বিনামূল্যেই পেয়ে যাবেন জিওর ২০০০ টাকার রিচার্জ!

রিলায়েন্স জিও নিয়ে আসছে দুর্দান্ত অফার। তবে এই অফার শুধু তাদেরই জন্য যারা Motorola কোম্পানির Moto G42 মোবাইলটি কিনবেন। নতুন এই ফোনটি কিনলেই জিও গ্রাহকরা পেয়ে যাবেন ২০০০ টাকার জিওর রিচার্জ একেবারে বিনামূল্যে। প্রসঙ্গত গত ৪ জুলাই লঞ্চ হয়েছে Moto G42। এবার দেখে নেওয়া যাক Moto G42-এর স্পেসিফিকেশন।

ডিসপ্লে: ৬.৪ ইঞ্চির ফুল এইচডি Amoled ডিসপ্লে।

প্রসেসর : Qualcomm Snapdragon 680 octa core processor

RAM: ৪জিবি

স্টোরেজ: ৬৪ জিবি(১২৮ জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল)

ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল

নতুন মোবাইলটি কিনলেই রিলায়েন্স জিওর (Reliance Jio) থেকে ২০০০ টাকার ক্যাশব্যাক কুপন পেয়ে যাবেন।

কিভাবে ব্যবহার করবেন কুপন?

আগামী ১১ জুলাই থেকে শুরু হচ্ছে Moto G42 এর প্রথম সেল। এবার ওই মোবাইলটি কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন ৫০ টাকার ৪০ টি কুপন। এই কুপনগুলি আপনি পরবর্তী রিচার্জের জন্য ব্যাবহার করতে পারবেন। এই কুপনগুলি বৈধতা আগামী ৩১শে মে ২০৩০ সাল পর্যন্ত। জানা যাচ্ছে, জিও প্রিপেড ইউজাররাই এই প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারেবেন। পোস্টপেইড এর ক্ষেত্রে এই রকম কোনও অফারই উপলব্ধ নেই।

মাই জিও অ্যাপ দিয়ে রিচার্জ করলে তবেই মিলবে এই সুবিধা । প্রতিবার রিচার্জে ৫০ টাকা ডিসকাউন্ট এর সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এর সঙ্গেই, Moto G42 কিনলে Zee5 এর বাৎসরিক সাবস্ক্রিপশনে পাওয়া যাবে ৫৪৯ টাকার বিশেষ ছাড়।

সম্পর্কিত খবর

X