Jio glass -এ পাওয়া যাবে 3D অভিজ্ঞতা, এই চশমার বৈশিষ্ট্য চমকে দেবে আপনাকে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও (jio)। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। এবার গ্রাহকদের ভিডিও কলের অভিজ্ঞতা আরো উন্নত করার জন্য জিও এনেছে এক অভিনব প্রযুক্তি Jio glass। জেনে নিন এই নতুন চশমা সম্পর্কে বিশদে

Jio glass কি?
জিও এর বার্ষিক সাধারণ সভায় এই নতুন ধরনের চশমার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হল। আর এই চশমার মধ্য দিয়েই 3D হলোগ্রাফিক ভিডিয়ো কলিংয়ের দুনিয়ায় পা রাখতে চলেছে।

জিও এর তৈরি এই বিশেষ চশমাকে দেখতে আর পাঁচটা সাধারণ চশমার মত হলেও এর সাহায্যে করা যাবে 3D হলোগ্রাফিক ভিডিয়ো কলিং। যার ফলে মিলে যাবে ভার্চুয়াল আর বাস্তব জীবন। দূরে থাকা মানুষটিকেও 3D প্রযুক্তির মাধ্যমে কাছে অনুভব করা যাবে।

সাধারণ চশমার মতো দেখতে jio glass এর ওজন মাত্র ৭৫ গ্রাম। রয়েছে ইনবিল্ড সাউন্ড সিস্টেম।সহজে কানেক্ট করা যাবে যে কোনও ফোনের সঙ্গে। বিনোদন, শিক্ষা, গেমিং, শপিং এবং প্রোডাক্টিভিটি-সহ বিভিন্ন বিষয়ের মোট ২৫টি অ্যাপ এতে ডাউনলোড করা যাবে। এই অ্যাপগুলিতে পাওয়া যাবে 3D অভিজ্ঞতা। পাশাপাশি ভয়েস কমান্ড দিয়ে করা যাবে ভিডিও কলও।

Jio glass এর দাম

jio glass এর দাম সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা না হলেও মনে করা হচ্ছে এই চশমার দাম ২০০ মার্কিন ডলার ( ভারতীয় মুদ্রায় ১৪ হাজার টাকা) এর কাছাকাছি হবে।

পাশাপাশি, ৫ জি নিয়েও কাজ শুরু করে দিয়েছে জিও। স্প্রেকটাম মিললেই ট্রায়াল শুরু হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ক্লাউড কমপুটিং, এআর, ভিআর প্রভৃতি নিয়ে সংস্থা কাজ করেছে। প্রায় ২০টি স্টার্টআপের সঙ্গে একযোগে এই কাজ হয়েছে। জিও জানিয়েছে ৫ কোটি বাড়ি ও ব্যাবসাকে আগামী দিনে তারা প্রযুক্তির সাথে যুক্ত করতে চায়।

সম্পর্কিত খবর

X