বাংলাহান্ট ডেস্কঃ বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। jio mart এর পর সম্ভবত পেমেন্ট এর ব্যবস্থাও আসতে চলেছে । এবার জিও জানালো my jio অ্যাপ ব্যবহার করেই করা যাবে upi পেমেন্ট ও। এর ফলে জিও গ্রাহকরা বেশ কিছু অতিরিক্ত সুবিধা পাবে। রিচার্জ করার পাঁচ দিন আগেই জিও গ্রাহকরা আগাম রিচার্জ করতে পারবে। পাবে অতিরিক্ত ডেটাও । যদিও এ ব্যাপারে সমস্তটাই অনুমান এখনও কিছু জানায়নি জিও। তবে গুগল পে, ফোন পে, পেটিএম ও অন্য সমস্ত পেমেন্ট অ্যাপকে এবার জোর টক্কর দেবে জিও, একথা অবশ্য হলফ করে বলাই যায়।
দেশ ব্যাপী ৩৭০ লক্ষ গ্রাহকের সুবিধা চিন্তা করে এই নতুন upi পেমেন্টের ব্যবস্থা বলে জানা যাচ্ছে। আগে থেকে jio money নামের একটি ওয়ালেট থাকলেও upi payment এর ব্যবস্থা এতদিন ছিল না। এবার দেশের প্রথম টেলিকম সংস্থা হিসাবে সেই সুবিধা আনছে জিও।
My Jio অ্যাপে পাওয়া যাবে এই UPI পেমেন্ট অপশন। সেখানে রেজিস্ট্রেশন করলেই পাওয়া যাবে এই সুবিধা। রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস এবং UPI হ্যান্ডেল পাবেন গ্রাহকরা। এরপর একটি সুরক্ষিত UPI পিন তৈরী করতে হবে। মোবাইল নম্বর, ডেবিট কার্ড নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েই খুলতে হবে UPI পিন।যার মাধ্যমে করা যাবে আর্থিক লেনদেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জিও JIO MART নামে একটি পরিষেবা আনার কথা ঘোষনা করেছে। যার ট্যাগলাইন “দেশকি ন্যয়ি দুকান” অর্থাৎ দেশের নতুন দোকান।