বাংলাহান্ট ডেস্ক : রিলায়েন্স জিও (Reliance Jio) প্রথম থেকেই গ্রাহকদের জন্য বিভিন্ন রকম আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসে। প্রথম থেকেই রিলায়েন্সের মূল হাতিয়ার সস্তায় ইন্টারনেট ও ফোন করার সুযোগ। তবে যতদিন গেছে ততই রিলায়েন্স জিও ও অন্যান্য মোবাইল সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে।
অধিকাংশ গ্রাহক প্রতিমাসে তাদের মোবাইল ফোন রিচার্জ করেন। কিন্তু জিওর এমন কিছু লংটার্ম রিচার্জ প্ল্যান রয়েছে যেগুলি একবার রিচার্জ করলে সারা বছর সস্তায় সুযোগ-সুবিধা ভোগ করা যায়। গ্রাহকদের জন্য জিও তিনটি আকর্ষণীয় অ্যানুয়াল প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলি দিয়ে বছরে একবার রিচার্জ করলে সারা বছর অফুরন্ত সুযোগ সুবিধা পাওয়া যায়।
২৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। এতে জিও গ্রাহকদের প্রতিদিন ২ জিবি করে ডেটা প্রদান করে। অর্থাৎ গ্রাহকরা মোট ৭৩০ জিবি ডেটা পাবেন। এর সাথে পেয়ে যাবেন দেশের যে কোনও প্রান্তে অফুরন্ত ফোন করার সুযোগ। এছাড়াও প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাঠাতে পারবেন বিনামূল্যে। এছাড়াও থাকবে জিওর কমপ্লিমেন্টারি অ্যাপ সাবস্ক্রিপশন।
২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যান: জিওর এই প্ল্যানের বৈধতাও ৩৬৫ দিন। এই রিচার্জে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। আগের প্যাকটির মতো এতেও থাকবে মোট ৭৩০ জিবি ডেটা। এছাড়াও আনলিমিটেড কলিং ও অফুরন্ত এসএমএস এর সুবিধা পাবেন গ্রাহকরা।
১৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান: ৩৬৫ দিন বৈধতার এই প্ল্যানে অপেক্ষাকৃত কম ডেটা পাবেন গ্রাহকরা। মোট ২৪ জিবি ডেটা অফার করা হয় এই রিচার্জ প্ল্যানে। এছাড়াও এর সাথে থাকে দেশের যে কোনও প্রান্তে অফুরন্ত কলিং ও এসএমএস পাঠানোর সুবিধা।
যদি আপনারা হিসাব করেন তাহলে ১৪৯৯ টাকার প্ল্যানে আপনার মাসিক খরচ পড়ছে মাত্র ১২৫ টাকা। ২৪৯৯ টাকার প্ল্যানের ক্ষেত্রে মাসিক খরচ পড়ছে ২০৮ টাকা। অর্থাৎ বছরে একবার মোটা টাকা দিয়ে রিচার্জ করলে আপনি বেশ খানিকটা মূল্য সাশ্রয় করতে পারবেন।